বাংলাদেশের সিনেমায় গাইলেন আরমান মালিক

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ১০:০৯ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০, ১৩:৩৬

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস

‘বলো দো না জারা’, ‘ওয়াজা তুম হো’, ‘তুম হে আপনা বানানে কা’, ‘জাব তাক’, ‘হুয়া হে আজ পেহেলি বার’ কিংবা সানি লিওনের মাস্তিজাদের ‘রোম রোম রোমান্টিক’ এর মত জনপ্রিয় গানগুলোর শিল্পী আরমান মালিক। নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে তার জনপ্রিয়তা এখন তুঙ্গে।

এর আগে কলকাতার বাংলা গানে পাওয়া গেছে তার কণ্ঠ। তবে, এবার প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমার গানে কণ্ঠ দিলেন আরমান মালিক।

তরুণ নির্মাতা এম রহিম পরিচালিত শান ছবির ‘দেখলে তোমাকে’ শিরোনামের একটি গানে কন্ঠ দিয়েছেন বলিউডের জনপ্রিয় এ গায়ক। গানটির সুর ও সংগীত করেছেন আহমেদ হুমায়ন। ‘শান’ সিনেমায় থাকবে গানটি।

সম্প্রতি মুম্বাইয়ের একটি স্টুডিওতে গানটির রেকর্ড সম্পূর্ণ হয়েছে।আরমানের সঙ্গে দ্বৈতকণ্ঠে আরও গেয়েছেন বলিউডের গায়িকা পলক মুছাল।

‘শান’ এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। এতে আরও অভিনয় করছেন তাসকিন রহমান। নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরের মাঝামাঝি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শান সিনেমাটি।

ঢাকা টাইমস/২২জানুয়ারি/একে