নতুন দুই ফোন আনছে স্যামসাং

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ১০:৪৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০, ১৩:২৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস

নতুন দুই ফোন  আনছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। এগুলো হলো গ্যালাক্সি এ ৩১ এবং গ্যালাক্সি এ ৪১। উভয় ফোনই মিডরেঞ্জের। সম্প্রতি নেদারল্যান্ডের এক সূত্র মারফত গ্যালাক্সি এ ৩১ ফোনের ব্যাটারি ও ক্যামেরা স্পেসিফিকেশন সামনে এসেছে। এছাড়াও প্রকাশ্যে এসেছে  গ্যালাক্সি এ ৪১ এর স্পেসিফিকেশনও। গত মাসে এই দুই ফোনের মডেল নম্বর সামনে এসেছিল।

গ্যালাক্সি ক্লাব.এনএল ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গ্যালাক্সি এ৩১ ফোন ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। সাথে থাকতে পারে একটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। 

ডাচ ওয়েবসাইটে আরও জানানো হয়েছে, গ্যালাক্সি এ ৩১ ফোনে একটি ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকবে।

অন্যদিকে গ্যালাক্সি এ ৪১ ফোনের পিছনে তিনটি ক্যামেরা থাকবে। এই ক্যামেরায় থাকবে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। সঙ্গে থাকবে একটি ২৫ মেগাপিক্সেল ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। 

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এজেড)