দীর্ঘ মেয়াদে দলকে নেতৃত্ব দিতে চান মাহমুদুল্লাহ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ১৩:১৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০, ১৪:৪৫

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

চলতি বছরের অক্টোবর থেকে শুরু হবে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকটি দল যেখানে নিজেদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ব্যস্ত, সেখানে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের নিয়মিত কোনো অধিনায়কই নেই। ফিক্সিং কেলেঙ্কারির ফাঁদে পড়ে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন টাইগারদের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের অনুপস্থিতিতে দলের গুরুভার নিজের কাঁধে নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আসন্ন পাকিস্তান সফরেও দলকে নেতৃত্ব দিবেন এই টাইগার অলরাউন্ডার। জানিয়েছেন সুযোগ পেলে দীর্ঘ সময়ের জন্য দলীয় ভার নিতে প্রস্তুত আছেন তিনি।

সাকিব ক্রিকেট থেকে এক বছরের জন্য নির্বাসিত হওয়ার পর ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দায়িত্ব পালন করেছেন মাহমুদুল্লাহ। তার নেতৃত্বেই প্রথমবারের মতো ছোট ফরম্যাটে ভারতকে হারায় বাংলাদেশ। যদিও পরের দুই ম্যাচে হেরে সিরিজ হারে টাইগাররা।

চলতি মাসে অভিজ্ঞ এই অলরাউন্ডারের নেতৃত্বেই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ দল। এখানেই রয়েছে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। যদিও দলের স্থায়ী নেতৃত্বে নেই তিনি।

বিশ্বকাপের বাকি আছে মাত্র ৯ মাস। এর ভেতরেই প্রস্তুত হতে হবে দলকে, সঙ্গে অধিনায়ককেও। এই বিশ্বকাপে সাকিব খেলার ব্যাপারে আশাবাদী হলেও দলে এসেই যে নেতৃত্ব ভার কাঁধে তুলবেন তারও নিশ্চয়তা নেই।

এমন অবস্থায় হেড কোচ রাসেল ডমিঙ্গো আর বর্তমান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ কি পরিকল্পনা করছেন বিশ্বকাপ নিয়ে। এমনটা জানতে চাইলে মাহমুদুল্লাহ জানান, ‘আপাতত এই সিরিজটার দায়িত্ব পেয়েছি, এটা নিয়েই ভাবছি।’

রিয়াদ বলেন, ‘আমাকে দায়িত্ব দেয়া হয়েছে এই সিরিজটার জন্য। আমি চেষ্টা করব আমার দায়িত্বটা পুরোপুরিভাবে কাজে লাগাতে। যেহেতু সিরিজ বাই সিরিজ অধিনায়কত্বের দায়িত্বটা আসছে সেহেতু এটা নিয়েই ভাবছি। অবশ্যই তার (রাসেল ডোমিঙ্গো) যদি আস্থা থাকে তাহলে দায়িত্ব দেবেন। রাসেল অনেক অভিজ্ঞ একজন কোচ। তিনি জানেন কিভাবে প্রত্যেকটা সিরিজে দলকে উজ্জীবিত করা যায়।’

 দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলে বিশ্বকাপ নিয়ে ভাবতে সহজ হবে বলেও মনে করছেন মাহমুদুল্লাহ। তিনি বলেন, ‘পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব করলে তো অবশ্যই ভালো করে পরিকল্পনা করা যায়। তো এটা সম্পূর্ণ বোর্ডের ডিসিশন। আমি এই মুহূর্তে চিন্তা করছি যে, এই সিরিজটার দায়িত্ব দেয়া হয়েছে যেন এই সিরিজে ভালো ফল করতে পারি।’

(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/এআইএ)