ইসির পদক্ষেপের অপেক্ষায় তাবিথ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৪:৩২ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৩:৩৩

প্রচারণায় নেমে হামলার শিকার হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন কী পদক্ষেপ নেয় সেই অপেক্ষায় আছেন ঢাকা উত্তর সিটি করপোরশনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। বলেছেন, ‘নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ কাজ করছে তা দেখার বিষয়। গতকাল আমার প্রচারণায় হামলা হয়েছে। অনেকে আহত হয়েছি। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি। তারা তদন্ত কমিটি গঠন করেছেন। ৪৮ ঘণ্টা সময় নিয়েছেন। আমরা অপেক্ষা করছি আমরা দেখতে চাই তারা কী পদক্ষেপ নেয়।’

মঙ্গলবার বেলা ১১টার দিকে আশকোনা হাজিক্যাম্প থেকে গণসংযোগ শুরুর আগে পথসভায় তিনি এসব কথা বলেন। এরপর তিনি গাওয়াইর কাজীবাড়ী হয়ে দক্ষিণখান বাজারে পথসভায় যোগ দেন।

তাবিথ বলেন, ‘নির্বাচন কমিশনের উচিত ছিল আগে থেকেই অ্যাকটিভ হওয়া। একজন ম্যাজিস্ট্রেট সঙ্গে রাখা।’

বিএনপির প্রার্থী বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সারাদেশের মানুষের মুক্তির সংগ্রাম। মানুষ ভোট দিয়ে জানিয়ে দিতে চায় কেউ দুর্নীতি আর অপশাসন চায় না। জনগণ ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় হবে ইনশাল্লাহ।’

তাবিথ বলেন, ‘পরিস্থিতি দিনদিন পাল্টে যাচ্ছে। হামলা হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই।’

ধানের শীষের প্রচারণার পাশেই আওয়ামী লীগের প্রচারণা চলছে। এতে সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরাও তাদের নেতাদের কথা ও কাজ দেখে ঘৃণা প্রকাশ করছেন এবং বিরক্ত হচ্ছেন। সবাই চায় আনন্দ উৎসবের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন। কিন্তু আওয়ামী লীগের নেতারা সেটা চান না।’

তাবিথের প্রচারণায় অংশ নিয়ে জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব বলেন, ‘আপনারা ভোটকেন্দ্রে যাবেন। বিকাল ৪টা পর্যন্ত ভোট দিয়ে ফলাফল না নিয়ে বাড়ি ফিরবেন না। এটা আপনাদের ন্যায্য অধিকার। বিএনপির প্রার্থী ঐক্যফ্রন্টের প্রার্থী ধানের শীষের প্রার্থী তাবিথ আউয়ালকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’

রব বলেন, ‘তাবিথ আউয়ালকে ভোট দিলে মেট্রোপলিটন সরকার করা হবে। আপনারা নিরাপদে রাজধানীতে বসবাস করতে পারবেন।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, যুবদল উত্তরের সভাপতি এসএম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম মিল্টনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি নেতা হাবিব কারাগারে

উপজেলা নির্বাচন সরকারের আরেকটা ‘ভাঁওতাবাজি': আমীর খসরু

এই বিভাগের সব খবর

শিরোনাম :