কিটো ডায়েট রেসিপি

ফুলকপির ফ্রাইড রাইস

ফিচার প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৪:৪৩ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৪:৩৬

বর্তমানে অনেক মানুষ ওজন কমানোর জন্য নানারকম ডায়েট অনুসরণ করেন। এর মধ্যে অন্যতম জনপ্রিয় একটির নাম কিটো ডায়েট। শর্করা জাতীয় খাদ্য পরিহার করার ফলে দেহ তার শক্তির মূল উৎস গ্লুকোজ পায় না। যার ফলে দেহ সঞ্চিত চর্বি খরচ করে শক্তি উৎপাদন করে। ফলে দেহের সঞ্চিত চর্বি কমে যায় এবং ওজন হ্রাস পায়। যারা কিটো ডায়েট বা অন্যান্য ডায়েট অনুসরণ করেন তাদের দিক বিবেচনায় রেখে এই রেসিপি।

যে ডায়েটে প্রযোজ্য: কিটো ডায়েট, লো-কার্ব, মডারেট কার্ব

উপকরণ

ফুলকপি: ১০০ গ্রাম

মুরগি: ১০০ গ্রাম

গাজর: ৫০ গ্রাম

ডিম: ১ টা

সয়া সস: ১চা চামচ

রসুন: ২ কোয়া

পেঁয়াজ ৫০ গ্রাম

মাখন: ৩ চা চামচ

কাঁচামরিচ, ধনেপাতা, টমেটো, মটরশুটি ডেকোরেশন জন্য।

মোট ক্যালরি: ৬৬৩ kCal (প্রায়)

প্রোটিন ৩৩.৩৪ গ্রাম

কার্ব ২৫.০৩ গ্রাম

ফ্যাট ৪৯.০৩ গ্রাম

পার সার্ভিং ডিশের ম্যাক্রো ক্যালরি: ৩৩১.৫ গ্রাম প্রোটিন ১৬.৬৭ গ্রাম কার্ব ১২.৫১ গ্রাম ফ্যাট ২৪.৫১ গ্রাম।

প্রণালি

প্রথমে ফুলকপি ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর ফুলকপি কুচি করে কেটে নিতে হবে। যেহেতু এই রেসিপিতে চাল ব্যবহার করা নাই। তাই ফুলকপি এমনভাবে কুচি করে কাটতে হবে যেন চালের মতো দেখায়।

এরপর ননস্টিক প্যানে ৩ চামচ মাখন গরম করতে হবে। তারপর এতে রসুন, পেঁয়াজ, কিউব করে কাটা মুরগির মাংস (এখানে মুরগির ব্রেস্ট এর সলিড মাংস ব্যবহার করা হয়েছে) ভেজে নিতে হবে। ৩-৪ মিনিট ভাজার পর উপরে উল্লেখিত পরিমাণ অনুযায়ী সয়াসস ফুলকপি, গাজর মিক্সড করে ৫-৭ মিনিট মাঝারি আঁচে ভাজতে হবে।

সবশেষে ১ টা ডিম + লবণ+ব্ল্যাক পিপার (স্বাদ অনুযায়ী ) ভালভাবে মিক্সড করে ২-৩ মিনিট দমে রাখতে হবে। নামানোর আগে ইচ্ছে অনুযায়ী টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ দিয়ে ১ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করবেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/আরজেড)

সংবাদটি শেয়ার করুন

ফিচার বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

ফিচার এর সর্বশেষ

সস্তার পেয়ারার গুণে বশে থাকে ডায়াবেটিস-উচ্চ রক্তচাপসহ নানা জটিল রোগ

যে পাঁচ সমস্যায় আক্রান্তরা গুড় খাওয়ার আগে একবার ভাবুন, নইলে...

সাজেদুর রহমান শাফায়েতের স্বপ্ন পৃথিবী ঘুরে দেখা

খাওয়ার পরপরই চা পান উপকার না ক্ষতি? কী বলছেন বিশেষজ্ঞরা

জ্বরের মধ্যে যে পাঁচ খাবার খেলেই বিপদ! জানুন, সাবধান হোন

গরমে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে ডায়াবেটিস রোগীদের! সুস্থ থাকবেন যেভাবে

মুখে দুর্গন্ধের কারণে হা করতেও অস্বস্তি লাগে? সমাধান কী জানুন

লিভার ভালো রাখে লাউ! ওজন এবং উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

কিডনি ভালো রাখে আমের পাতা! উচ্চ রক্তচাপও থাকে নিয়ন্ত্রণে

ইফতার ও সাহরিতে বাহারি আয়োজন ধানমন্ডির দ্য ফরেস্ট লাউঞ্জে

এই বিভাগের সব খবর

শিরোনাম :