৫জি ফোন এফ টু লাইট আনছে পোকো

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৫:৪০ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৪:৫২

অনেক দিন ধরেই পোকো এফ টু লঞ্চ ঘিরে টেক দুনিয়ায় জল্পনা তুঙ্গে। সম্প্রতি একাধিক রিপোর্টে এই ফোনের স্পেসিফিকেশন সামনে এসেছিল। সম্প্রতি ভারতে শাওমির ছত্রছায়া থেকে বেড়িয়ে আলাদা ব্র্যান্ডের তকমা পেয়েছে পোকো। এক ইউটিউব ভিডিওতে পোকো এফ টু লাইট ফোনের ছবি ও স্পেসিফিকেশন সামনে এসেছে।

তুলনামূলক ঝাপসা এই ছবিতে পোকো এফ লাইট ফোনটি দেখা গিয়েছে। ছবিতে এই ফোন দেখতে অনেকটা রেডমি নোট সেভেন প্রোর মতো। এছাড়াও ফোনের সেটিংসের একটি ছবি দেখা গিয়েছে। সেখানে ডিসপ্লের উপরে পোকো এফ টু লাইট নামটি দেখা গিয়েছে।

ছবিতে এফ লাইট ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার ড্রপ স্টাইল নচ দেখা গিয়েছে। ডিসপ্লের নি থাকছে তুলনামূলক চওড়া বেজেল।

ফোনটিতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট থাকছে। সম্প্রতি মিডরেঞ্জ ৫জি স্মার্টফোনের জন্য এই ফোন চিপসেট লঞ্চ করেছিল কোয়ালকম।

(ঢাকাটাইমস/২২ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা