১৫ কোটি টাকা আত্মসাতে দেড় ডজন মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৯:৫৫ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৫:২০

১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১৮ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তার নাম রিয়াজুল ইসলাম রাজু। তিনি যশোরের প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের সভাপতি ছিলেন।

বুধবার সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ফারুক হোসেন ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের ইকোনমিক ক্রাইম স্কোয়াডের একটি দল ৯ জানুয়ারি যশোরের কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে রিয়াজুল ইসলামকে আটক করে। তার বিরুদ্ধে প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের গ্রাহকের প্রায় ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই অভিযোগে রিয়াজুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৮টি মামলা রয়েছে।

তাকে আটকের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। রিমান্ড শেষে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

জানা যায়, রিয়াজুল ইসলাম রাজু ও তার বেশ কয়েকজন সহযোগী গত বছরের ১৫ জুলাই প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে সনদ নেয়। এরপর যশোর, সাতক্ষীরা, ফরিদপুর ও কুষ্টিয়াসহ বিভিন্ন এলাকায় তাদের কার্যক্রম শুরু করে। বিভিন্ন সময় চক্রটি প্রতারণার মাধ্যমে ১৫ কোটি টাকা হাতিয়ে নেয়।

ফারুক হোসেন বলেন, 'তদন্তে আমরা জানতে পেরেছি চক্রটি বিভিন্ন জেলায় স্থানীয় অসাধু ব্যক্তিদের সহযোগিতায় শাখা অফিস খোলে। প্রথমে গ্রাহককে লোভনীয় প্রস্তাবের মাধ্যমে প্রলুদ্ধ করে তারা। বাৎসরিক ৩০ শতাংশ লাভে সঞ্চয়পত্র খোলা, স্থায়ী আমানতে চার বছরে দ্বিগুণ টাকা দেওয়ার প্রলোভন দেয়। এতে প্রায় ২৫'শত গ্রাহক তাদের কাছে প্রায় ১৫ কোটি টাকা জমা রাখে। এসব টাকার সবই রিয়াজুল ও তার চক্রের সদস্যরা আত্নসাৎ করে।'

'সিআইডির অনুসন্ধানে বেরিয়ে এসেছে প্রতারক রিয়াজুল ইসলাম গ্রাহকের টাকা দিয়ে নিজের নামে দুটি বাড়ি, দুটি কাভার্ড ভ্যান ও ১০ বিঘা জমি কিনেছেন। এছাড়া প্রাইম মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের নামে দুটি গাড়ি ও ছয়টি স্থানে জমির সন্ধান মিলেছে।’

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এসএস/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

পল্লবীতে পাভেল হত্যা: নেপথ্যে মাদক ব্যবসা, গ্রেপ্তার ৮

মাদক-ইয়াবা কারবারে বদির দুই ভাইয়ের সংশ্লিষ্টতা পেয়েছে সিআইডি

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৮, মামলা ৬

ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার 

এটিএম বুথের প্রহরী হত্যা: টাকা লুটের উদ্দেশ্যে নাকি ব্যক্তিগত কারণ? কী বলছে পুলিশ?

রাজধানীতে এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

কেএনএফকে সহযোগিতা, বান্দরবান থেকে একজন গ্রেপ্তার

ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার সেই চিকিৎসকের মৃত্যু

রাষ্ট্রপতির আত্মীয় পরিচয়ে প্রতারণা, নিঃস্ব বহু ট্রাভেল ব্যবসায়ী

এই বিভাগের সব খবর

শিরোনাম :