হৃদয়ে বঙ্গবন্ধু

মো. লুৎফর রহমান
| আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ১৬:২১ | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৬:০৭

তুমি বঙ্গবন্ধু, তুমি বিশ্ববন্ধু, তুমি বঙ্গপিতা

তুমি আছো, তুমি থাকবে, হৃদয়ে মোদের গাথা।

তুমি ছিলে মুক্তি পাগল, গেয়েছিলে শুধু মুক্তির গান দেশকে তুমি মুক্ত করে, দিয়ে গেছো তার প্রমাণ।

এদেশের তরে কত বীর সেনা, দিয়ে গেছে তাজা প্রাণ শুধু তোমার ভালোবাসায় তারা, জীবন করেছে দান।

তোমার ডাকে সারাদেশ তখন, ছিল এককাতারে স্বার্থের মোহে স্বার্থবাদীরা, কেটে পড়ে যায় সরে।

বুকে বরফের চাপা, আর ফাঁসিকাষ্ঠের ভয় কোনো কিছুতেই ডরোনি তুমি, সব করেছো জয়।

দেশের তরে মানবের তরে, জীবন করেছো নিঃশেষ তোমার প্রতি লাখো সম্মান আর শ্রদ্ধায় নত এ দেশ।

হাজার বছরের শ্রেষ্ঠ তুমি, শ্রেষ্ঠ এ অবনীর তোমার অবদান শেষ হবে না, তুমি শ্রেষ্ঠ বীর।

জীবনের যৌবন শেষ করে গেছো, বাংলাকে ভালোবেসে আমরা যেন সে ভালোবাসার দাম, দিতে পারি অবশেষে।

তুমি জিতেছো, জিতেছে বাঙালি, হেরেছে শুধু ওরা ওদের কারণে আজও বাধা পড়ে, দেশের উন্নয়নের ধারা।

তোমার সেই শুদ্ধাচারের অমোগ বাণী, চর্চা করছে সারাদেশ সুশাসনের বইছে বাতাস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

সোনার বাংলা দেখার সাধ, করেছিল তব মন তোমার সকল স্বপ্ন যে আজ হচ্ছে বাস্তবায়ন।

তুমি জন্ম না নিলে হয়তো, জন্মাতো না এদেশ তাইতো তোমার গুণগান গেয়ে, করা যায় না শেষ।

জানি তুমি মোদের মাঝে, আসবে না কবু ফিরে প্রশান্তিতে ঘুমাও তুমি, প্রার্থনা তব তরে।

তুমি নেই তো কি হয়েছে, রেখে তো গেছো প্রেরণা ওই প্রেরণায় দেশকে মোরা, গড়ব দিয়ে সোনা।

তুমি আছো হৃদয়ে মোদের, থাকবে চিরকাল তোমার সকল কীর্তি রবে, অমলিন অম্লান।

তোমার কাছে ঋণী বাঙালি, ঋণী বাংলাদেশ তোমার এ ঋণ সুধিব মোরা, পণ করেছি বিশেষ।

তুমি একবার এসে দেখে যাও, তোমার প্রিয় বাংলার হাল তোমার বাংলা এখন, সারাবিশ্বে উড়িয়ে চলেছে পাল।

তুমি বাংলার, বাংলা ছিল তোমার চিন্তায় সারাক্ষণ তোমার করুণ মৃত্যু মোদের, ভেজায় দুই নয়ন।

কবি পরিচিতি:

মো. লুৎফর রহমান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)-এর

গুলশান বিক্রয় ও বিতরণ বিভাগের

জুনিয়র সহকারী ব্যবস্থাপক

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :