বোয়ালমারীতে পদোন্নতির দাবিতে কর্মবিরতি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ১৮:৪১

ফরিদপুরের বোয়ালমারীতে পদবী পরিবর্তন এবং বেতন গ্রেড উন্নতির দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা। বুধবার সকালে উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সিদ্ধান্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মরত কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।

এসময় বক্তারা বলেন, সরকারের মাঠ প্রশাসনের বিভিন্ন কার্যালয়ের কর্মরত কর্মচারী সমিতি কর্মচারীদের দীর্ঘদিন ধরে পদ পরিবর্তনের দাবি করে আসছে। এ দাবি প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পরও বাস্তবায়ন না হওয়ায় এ সংগঠনের কেন্দ্রীয় কমিটির ঘোষণায় সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

এসময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উচ্চমান সহকারী দেবেশ চন্দ্র দাস, অফিস সহকারী উকিল হোসেন, জামাল হোসাইন, আলফাডাঙ্গা উপজেলার তারক কুমার মজুমদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুৎফর রহমান ও সেলিমুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ কর্মবিরতিতে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে নিতে আসা সকলে ভোগান্তির শিকার হচ্ছে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :