নাটোরে মা সমাবেশ

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ১৮:৪২

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

নাটোরে চলনবিলে অনুষ্ঠিত হয়েছে মা সমাবেশ। বুধবার চলনবিলের সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজে এ সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা মায়েদের উদ্দেশে বলেন, ‘সময় এখন নারীদের, সময় এখন মায়েদের। বর্তমান প্রধানমন্ত্রীর কারণেই শিক্ষার সুন্দর পরিবেশ হয়েছে। বাল্যবিয়ে ও ইভটিজিং প্রতিরোধ করতে হবে। নিজেদের প্রজন্মের ভবিষ্যৎ গড়তে চিন্তাধারা উন্নত বিশ্বের মতো হতে হবে।’

তারা প্রতিষ্ঠানটি সম্পর্কে বলেন, ‘এই প্রতিষ্ঠান মেধা বিকাশ ও স্বপ্ন বাস্তবায়নে এক অনন্য ভূমিকা রেখে চলেছে। বর্তমান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন ও তথ্য প্রযুক্তি যুগে বিভিন্ন সফটওয়্যার তৈরি করছে এই প্রতিষ্ঠানেরই ছেলেমেয়েরা।’

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন বানু, প্রতিষ্ঠানের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু, সহকারী প্রধান শিক্ষক আফসার আলী, শিক্ষক শফিকুল কবির, মুকুল হায়দার, অভিভাবক হেনা সুলতানা, শাহিদা বেগম, উম্মে আঞ্জুমান আরা প্রমুখ।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/পিএল/এলএ)