যশোরে ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ১৯:০৪ | আপডেট: ২২ জানুয়ারি ২০২০, ১৯:৩৫

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস

যশোর জেলরোডের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে প্যাথলজি বিভাগের চিকিৎসক না থাকায় ভ্রাম্যমাণ আদালত ১৫ হাজার টাকা জরিমানা করেছে। এ সময় চিকিৎসক নিয়োগের মুচলেকা নেয়া হয়েছে। বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম নওশাদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত অভিযান চলে।

আদালতের পেশকার জালাল উদ্দীন জানান, ভ্রাম্যমাণ আদালত দুপুরে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে অভিযান চালায়। এ সময় প্যাথলজি বিভাগে কোন ডাক্তার না থাকায় ক্লিনিক মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। এছাড়া হাসপাতালের ম্যানেজার আব্দুর রহমানের কাছ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে প্যাথলজি ডাক্তার নিয়োগের মুচলেকা নেন।

অভিযানে যশোর সিভিল সার্জনের পক্ষে ডা. রিয়াদ, আদালতের পেশকার জালাল উদ্দীন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/কেএম/এলএ)