বঙ্গবন্ধু স্কুল হকি টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন

প্রকাশ | ২২ জানুয়ারি ২০২০, ১৯:০৬

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, স্কুল হকির মাধ্যমে তৃণমূল থেকে হকি খেলোয়ার উঠে আসবে। বুধবার রাজধানীর তেজগাঁওয়ের ফ্যালকন হলে অনুষ্ঠিত বঙ্গবন্ধু স্কুল হকি টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘হকি বাংলাদেশে জনপ্রিয় খেলাগুলোর মধ্যে অন্যতম। আশা করি, এই স্কুল হকির মাধ্যমে আরো বেশি হকি খেলোয়াড় তৃণমূল থেকে উঠে আসবে। তারা যেন হারিয়ে না যায়, সে ব্যাপারে ফেডারেশনকে গুরুত্ব দিতে হবে।’

আগামী ২৫ জানুয়ারি থেকে চট্টগ্রাম বিভাগের খেলা দিয়ে শুরু হবে বঙ্গবন্ধু স্কুল হকির তৃতীয় আসর। বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বিবিপি- এর সভাপতিত্বে লোগো উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী, বাংলাদেশ হকি ফেডারেশনের সহ সভাপতি ও স্কুল হকি কমিটির চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান ও ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।

এবারের আসরে দেশের ৯টি ভেুন্যতে সর্বমোট ৮০টি স্কুল দল অংশগ্রহণ করবে। প্রতিটি ভেন্যু থেকে দু’টি শীর্ষ দল ঢাকায় চুড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলকে প্রাইজমানি হিসেবে দেয়া হবে এক লাখ টাকা। রানার্স আপ দল পাবে নগদ ৫০ হাজার টাকা। এছাড়া তৃতীয় স্থান পাওয়া দলকে ২৫ হাজার এবং ফেয়ার প্লে দলকে ১০ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হবে।

অংশগ্রহণকারী প্রতিটি দলকে অংশগ্রহণ ফি বাবদ ১০ হাজার টাকা এবং হকি সরঞ্জামাদি প্রদান করবে হকি ফেডারেশন। টুর্নামেন্ট থেকে সেরা ১৫ জন হকি খেলোয়াড়কে বছাই করে দীর্ঘ মেয়াদি প্রশিক্ষণ দেবে ফেডারেশন।

(ঢাকাটাইমস/২২ জানুয়ারি/এসইউএল)