ভোট উৎসবমুখর রাখতে কাজ করছে আইন-শৃঙ্খলা বাহিনী: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২০, ২১:০২
ফাইল ছবি

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে পরিবেশ শেষ পর্যন্ত উৎসব মুখর থাকবে এবং এ লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ায়ারী।

আগারাগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে তিনঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন জাবেদ পাটোয়ায়ারী।

নির্বাচনী পরিবেশ নিয়ে প্রার্থীদের অনেকের শঙ্কার মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কথা তুলে ধরে বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উৎসবমুখর পরিবেশ রয়েছে। এ পর্যন্ত উল্লেখ করার মতো কোনো ঘটনা ঘটেনি। পুলিশ সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে। আশা করি, এমন উৎসবমুখর পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকবে।’

আইজিপি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে সবাই প্রচারণা চালাচ্ছেন। যে কয়দিন রয়েছে ভোটের এমন চমৎকার পরিবেশ থাকবে। ইসির নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে থাকে।’

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম এবং অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, ঢাকার বিভাগীয় কমিশনার, র‌্যাব প্রধান বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/জেআর/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :