প্রতারণা করে কৃষকের জমি আত্মসাতের অভিযোগ

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ১৮:৩৯

মণিরামপুর (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস

মোতলেব ব্যাপারী নামে একজন বিশ্বাসের সুযোগ নিয়ে প্রতারণা করে জমি লিখে নিয়েছেন বলে অভিযোগ করেছেন কৃষক আরশাদ আলী। বৃহস্পতিবার বিকালে মণিরামপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ভুক্তভোগী আরশাদ আলী উপজেলার ষোলখাদা গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, উপজেলার জোঁকা গ্রামের মোতলেব ব্যাপারীর সঙ্গে তার সু-সম্পর্ক ছিল। আরশাদ আলী অর্থ সংকটে পড়লে তার নিকট থেকে ২০১৮ সালের শেষে ১০ শতক জমি বন্ধক রেখে ১ লাখ ৯৬ হাজার টাকা নেয়। এরমধ্যে আরশাদ আলীর বিশ্বাস ও সরলতার সুযোগ নিয়ে কাগজে স্বাক্ষর করি নেয় মোতলেব ব্যাপারী। পরে জমি ফেরত নিতে গেলে মোতলেব ব্যাপারী আরো ১ লাখ টাকা দাবি করলে তাও দেয় আরশাদ আলী। কিন্তু পরে জমি ফেরত দেয়া নিয়ে টালবাহানা শুরু করে মোতলেব ব্যাপারী।

এ নিয়ে মোতলেব ব্যাপারীর বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী কৃষক।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/এলএ)