টাইগারদের সামনে র‌্যাঙ্কিং উন্নতির হাতছানি

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২০, ১৯:৪৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তানে আছে বাংলাদেশ ক্রিকেট দল। নিরাপত্তা চাদরে ঢেকে থাকা বাংলাদেশ যদি পাকিস্তানকে সিরিজ হারাতে পারে তাহলে র‌্যাংকিংয়ে সেরা স্থানে উঠে আসবে টাইগাররা।

সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ২২৭ রেটিংয়ে বাংলাদেশ অবস্থান নয় নম্বরে। এরপর ২৩৬ রেটিং নিয়ে ষষ্ঠ ও সপ্তম স্থানে আছেন আফগানিস্তান ও শ্রীলঙ্কা।

একনজরে দেখে নিন বাংলাদেশের র‌্যাংকিংয়ের সপ্তম স্থানে উঠার সমীকরণ:

পাকিস্তানকে ৩-০ ব্যবধানে হারাতে পারলে ২৩৭ পয়েন্ট হবে বাংলাদেশের। যেখানে আফগান ও লঙ্কানদের টপকিয়ে উঠি যাবে সপ্তম স্থানে।

যদি ২-১ ব্যবধানে সিরিজ জিতলে র‌্যাংকিংয়ের কোনো উন্নতি হবে না বাংলাদেশের। রেটিং হবে ২৩৩। আর ২-১ ব্যবধানে হারলে নয় নম্বরে থেকেই পয়েন্ট হবে ২২৯।

কিন্তু পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয় টাইগাররা, তাহলে ২ রেটিং কমে ২২৫ নিয়ে নবম স্থানে থাকবে বাংলাদেশ।

(ঢাকাটাইমস/২৩ জানুয়ারি/এআইএ)