চাঁদপুরে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু উৎসব

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২০, ২০:০৫

চাঁদপুরে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধু উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে উপজেলার চির্কা চাঁদপুর স্কুল অ্যাণ্ড কলেজ প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।

‘ব্রেইব’ নামে সংগঠনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত উৎসবে শিক্ষার্থীদের মাঝে ভিডিও প্রদর্শনের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন সম্পর্কে আলোচনা করা হয়। উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে উৎসবটি পালিত হয়েছে। প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর জীবনী ও বঙ্গবন্ধুর বাংলাদেশ সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে বিশেষ উদ্যোগটি গ্রহণ করা হয়েছে।

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু বাংলাদেশের মাটি ও মানুষের জন্য জীবন উৎসর্গ করে গেছেন। এক সময় দেশে বঙ্গবন্ধুর নাম মুখে আনা যেত না। বিএনপি-জামায়াত তথা স্বাধীনতাবিরোধী চক্র এদেশকে জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত করেছিল। তাদের দুর্নীতির কারণে বাংলাদেশ বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এখন আর সেই সুযোগ নেই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন অনেক উন্নত হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে তোমরা যেন ভালোভাবে জানতে পারো এ জন্যই এ আয়োজন। আমার বিশ^াস তোমরা তিন দিনব্যাপী এই উৎসবে বঙ্গবন্ধু সম্পর্কে খুব ভালোভাবে জানবে। কারণ তোমরাই আগামীতে এই দেশের নেতৃত্ব দেবে। তোমাদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। ভালোভাবে পড়াশোনা করে মানুষের মত মানুষ হতে হবে।’

জাহিদুল ইসলাম রোমান বলেন, ‘অনেক সময় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোস্ট দেখে খুবই খারাপ লাগে। অনেক অনার্স ও মাস্টার্স ডিগ্রিধারী বাংলা বানান সঠিকভাবে লিখতে পারে না। এটা খুবই দুঃখজনক। আমরা অনেকে বলছি, দেশে অনেক শিক্ষিত বেকার। এই কথাটা সঠিক নয়। দেশে এখন অনেক ডিগ্রিধারী বেকার আছে। তাই আমাদের শুধুমাত্র ডিগ্রিধারী শিক্ষিত হলে চলবে না। আমাদের কর্মমুখী শিক্ষা অর্জন করে যোগ্যতা অর্জন করতে হবে। আর সেই জন্য সরকার কারিগরি শিক্ষার উপর বিশেষ নজর দিয়েছে।’

উৎসবে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৩জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :