পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় করলেও অবাক হবো না: সুজন

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২০, ১১:১৯

লড়াইটা র‌্যাঙ্কিংয়ে ১ নম্বর দলের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলের। লড়াইটা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের। পরিসংখ্যাস বিবেচনায় এই লড়াইয়ে পাকিস্তান থেকে ঢের পিছিয়ে বাংলাদেশ। তবুও দুই দলের লড়াইয়ে টাইগারদেরকেই এগিয়ে রাখছেন খালেদ মাহমুদ সুজন।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টিতে খুব বেশি সাফল্য পায়নি বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে রেকর্ডটাও ভুলে যাওয়ার মত। ১০বারের মুখোমুখি সাক্ষাতে ২ জয়ের বিপরীতে ৮ হার লাল-সবুজের প্রতিনিধিদের। এর উপর আবার আয়োজক দেশ খোদ পাকিস্তান। সবমিলিয়ে ফেভারিটের পাল্লাটা স্বাগতিকদের দিকেই ঝুলে আছে।

এমন অবস্থায় ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাবর আজমদের বিপক্ষে মাহমুদুল্লাহ রিয়াদের দল সিরিজ জিতে নিলেও অবাক হবে না সুজন। গতকাল মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হেয়ে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান সাবেক এই অধিনায়ক।

যেখানে সুজন বলেন, ‘পাকিস্তান র‌্যাঙ্কিংয়ে অনেক উপরের দিকের দল এবং ওদের হোমগ্রাউন্ডে খেলা। ওরা এই ফরম্যাটে আমাদের থেকে বেশ শক্তিশালী আমিও সেটা বিশ্বাস করি। তারপরও বাংলাদেশের ক্ষমতা আছে তাদের সাথে ভালো কিছু করার। যদি সিরিজটি আমরা জিতি, তাহলেও আমি অবাক হবো না।’

তিনি আরো বলেন, ‘আমি এই সিরিজ নিয়ে বেশ উত্তেজিত। ছেলেরা যেভাবে বঙ্গবন্ধু বিপিএল খেলে গিয়েছে, তাতে ততাদের এগিয়েই রাখতে চাই। সবমিলিয়ে আমি আশাবাদী।’

উল্লেখ্য, আজ বাংলাদেশ সময় বিকেল তিনটায় তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :