চলন্তিকা বস্তির আগুনে এক নারী দগ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৬:০১ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২০, ১৫:৪৯

মিরপুর রূপনগরের চলন্তিকা বস্তিতে লাগা আগুনে এক নারী দগ্ধ হয়েছেন। তার নাম পারভিন বেগম। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে, ভোররাত ৪টা ১২ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় রাত ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই দেড় ঘণ্টায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন শতাধিক পরিবার। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণের পর অগ্নিদগ্ধ পারভিন বেগমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিস কর্মীরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭টায় পারভিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায় ফায়ার সার্ভিস সদস্যরা। দগ্ধ নারীর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাকে বর্তমানে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা রয়েছে।

ঢাকাটাইমস/২৪জানুয়ারি/কারই/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :