সড়কে প্রাণ গেল শিক্ষকের

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২০, ১৭:১৪

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজশিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার ছয়ঘাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আকরাম হোসেন (৪৮)। উপজেলার নাজিরপুর গ্রামে তার বাড়ি। তিনি গোদাগাড়ীর কাঁকনহাট ডিগ্রি কলেজের শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক ছিলেন। দুর্ঘটনায় জকিম উদ্দিন (৪০) নামে এক রিকশাচালকও আহত হয়েছেন। তার বাড়ি বিয়ানাবোনা গ্রামে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, শিক্ষক আকরাম হোসেন মহাসড়ক পার হচ্ছিলেন। তখন চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীগামী একটি চালবোঝাই পিকআপ তাকে চাপা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি একটি পাওয়ার টিলার এবং রিকশাকে ধাক্কা দেয়।

এতে রিকশাচালকও আহত হন। আর ঘটনাস্থলেই প্রাণ হারান আকরাম হোসেন। পরে আহত জকিমকে হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, দুর্ঘটনার পর পিকআপের চালক-হেলপার পালিয়েছে। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। এ নিয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :