বস্তিবাসীদের স্থায়ী সমাধানের চেষ্টা করব: আতিকুল

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ১৭:৫৬

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চলন্তিকা বস্তির বাসিন্দাদের জন্য স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। একই সঙ্গে তাদের জন্য ব্যক্তিগত সহযোগিতা করবেন বলেও জানান আতিকুল। 

শুকবার বিকাল চারটায় মিরপুর সেকশন ৭ এর চলন্তিকা ঝিলপাড় বস্তির পুড়ে যাওয়া অংশ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। 

বস্তিবাসীকে পুনর্বাসনের কথা জানিয়ে আতিকুল বলেন, ‘বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য কোনো একটি জায়গায়... মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে এই বস্তিবাসীদের জন্য একটি স্থায়ী সমাধানের সর্বাত্মক চেষ্টা করব। স্থানীয় নেতৃবৃন্দ খাবারের ব্যবস্থা করবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের পাশে দাঁড়াব ইনশাল্লাহ।’

বস্তিবাসীদের উদ্দেশ্যে আতিকুল আরও বলেন, ‘বারবার আপনারা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। আগস্টের ১৬ তারিখ একটি ঘটনা ঘটেছিল। আবার একটি ঘটনা ঘটল। আমি অত্যান্ত দুঃখ ভারাক্রান্ত মনে বলতে চাই, আমাদের স্থায়ী সমাধানের জন্য চিন্তা করতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলব, কিভাবে এটির একটি স্থায়ী সমাধান করা যায়। এর সমাধান করতে হবে একটি দীর্ঘ মেয়াদী পরিকল্পনা করতে হবে এবং এর একটি সুরাহা করা দরকার।’

আওয়ামী লীগ খেটে খাওয়া মানুষের পাশে থাকবে জানিয়ে এই মেয়রপ্রার্থী বলেন, ‘এখানে যারা থাকেন তারাও মানুষ, খেটে খাওয়া মানুষ, ক্রান্তিকগোষ্ঠির মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খেয়ে পাওয়া মানুষের পাশে থাকবেন, স্থানীয় সংসদ সদস্য থাকবেন, আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন।’

নেতাকর্মীদের উদ্দেশ্য করে আতিকুল বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাউকে দেখানোর দরকার নাই। মানুষের পাশে দাঁড়ালে আল্লাহ তাআলাই খুশি হবেন।’

শুক্রবার ভোর রাত ৪টা ১২ মিনিটে চলন্তিকা বস্তিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় রাত ৫টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই দেড় ঘণ্টায় মাথা গোঁজার ঠাঁই হারিয়েছেন শতাধিক পরিবার। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।

এর আগে, গত বছরের ১৬ আগস্ট সন্ধ্যায় ভয়াবহ আগের শিকার হয়েছিল এই চলন্তিকা বস্তি। সে সময় বস্তির প্রায় আড়াই হাজার ঘর আগুনে পুড়ে যায়।

ঢাকাটাইমস/২৪জানুয়ারি/কারই/ইএস