৪০৭ রানের টি-টোয়েন্টি ম্যাচে ভারতের জয়

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ১৮:০৯ | আপডেট: ২৪ জানুয়ারি ২০২০, ১৮:১১

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দুর্দান্ত জয় দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করল ভারত। শুক্রবার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জিতেছে বিরাট কোহলির দল। কিউইদের দেয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত। ম্যাচে ‍দুই দলের স্কোর মিলিয়ে মোট রান ৪০৭। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি রবিবার।

শুক্রবার ইডেন পার্কে বড় রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে মাত্র ১৬ রান যোগ করে টিম ইন্ডিয়া৷ ব্যক্তিগত ৭ রানে দ্বিতীয় ওভারে ডাগ-আউটে ফেরেন রোহিত শর্মা৷ শুরুতেই হিটম্যান-এর উইকেট হারলেও পিছনে তাকায়নি ভারত৷ দ্বিতীয় উইকেটে লোকেশ রাহুল ও বিরাট কোহলি ৯৯ রান যোগ করে ভারতকে ম্যাচ ফিরিয়ে আনেন৷

কিন্তু অল্প সময়ের ব্যবধানে রাহুল ও বিরাটের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত৷ তবে সেখান থেকে সাবলীলভাবে দলকে বের করে আনে টিম ইন্ডিয়ার তরুণ ব্যাটসম্যান। শ্রেয়াস আইয়ারের বিস্ফোরক ব্যাটিং কিউই বোলাদের ম্যাচে ফেরার রাস্তা দেয়নি৷ মাত্র ২৯ বলে তিনটি ছক্কা ও পাঁচটি বাউন্ডারির সাহায্যে ৫৮ রানে অপরাজিত থেকে ভারতকে সহজ জয়ে এনে দেন দিল্লির এই তরুণ৷ দলকে জিতে ম্যাচের সেরা পুরস্কার জিতে নেন শ্রেয়াস৷

আইয়ারকে সঙ্গ দেন মনীশ পান্ডে ও শিভম দুবে৷ মুম্বাইয়ের তরুণ অল-রাউন্ডার দুবে মনীশের আগে নামায় টিম ম্যানেজমেন্ট৷ ক্রিজে এসেই কিউই বোলারদের আক্রমণ করেন ভারতীয় ক্রিকেটের ‘নয়া যুবরাজ’৷ ৯ বলে একটি ছক্কা ও একটি বাউন্ডারির সাহায্যে ১৩ রান করেন৷ সোধিকে ফের ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন তিনি৷ কিন্তু তার পর আইয়ারের যোগ সঙ্গ দেন পান্ডে৷ ১২ বলে একটি ছক্কা-সহ ১৪ রানে অপরাজিত থাকেন মনীশ৷ তবে এদিন বেশি আক্রমণাত্মক ছিলেন শ্রেয়স৷ ছক্কা হাঁকিয়ে ১৯ ওভারেই ম্যাচ শেষ করে দেন দিল্লির এই তরুণ৷

তবে ভারতীয় ইনিংসে তরুণদের প্ল্যাটফর্ম তৈরি করে দেন কোহলি ও রাহুল৷ এদিন রোহিতের সঙ্গে ইনিংস শুরু করে দুরন্ত হাফ-সেঞ্চুরি করেন রাহুল৷ সোধির বলে সাউদির হাতে ক্যাচ দিয়ে ডাগ-আউটে ফেরার আগে ২৭ বলে ৫৬ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রাহুল৷ ইনিংসে তিনটি ছয় ও চারটি চার মারেন কর্নাটকের এই ডানহাতি৷ ৩২ বলে একটি ছয় ও তিনটি বাউন্ডারি-সহ ৪৫ রান করে আউট হন কোহলি৷

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলের পক্ষে ১৯ বলে ৩০ করেন গাপটিল। ৪২ বলে ৫৯ করেন মুনরো। ২৬ বলে ৫১ করেন অধিনায়ক উইলিয়ামসন। ২৭ বলে ৫৪ করে অপরাজিত থাকেন রস টেইলর।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এসইউএল)