‘রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ অনেকটা সুগম হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:৪৪ | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২০, ১৯:৩৯
ফাইল ছবি

গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা নাগরিক নিয়ে সরকার বেকায়দায় আছে। তাদেরকে ফেরানোর চেষ্টা করেও বারবার তা ব্যর্থ হয়েছে। তবে বৃহস্পতিবার জাতিসংঘের আন্তর্জাতিক আদালত যে অন্তর্বর্তী আদেশ দিয়েছে সেটাকে ইতিবাচক হিসেবে দেখছে বাংলাদেশ। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, এই আদেশের ফলে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ অনেকটা সুগম হবে।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষাবৃত্তি প্রদান শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এই মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘আন্তর্জাতিক আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে আশা করি মিয়ানমারের বোধোদয় হবে। এর মধ্য দিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ অনেকটাই সুগম হবে।’আদালতের আদেশ মিয়ানমার সরকার মেনে চলবে বলেও তিনি আশা করেন।

আন্তর্জাতিক আদালতে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর গণহত্যা চালানোর অভিযোগ আনে গাম্বিয়া। সেই অভিযোগ আমলে নিয়ে এখনো মিয়ানমারে যেসব রোহিঙ্গা আছে তাদের সুরক্ষা দেয়ার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়াসহ চারটি আদেশ দিয়েছে আদালত।

তবে আইসিজের অন্তর্বর্তীকালীন আদেশ প্রত্যাখ্যান করেছে মিয়ানমার। দেশটির মন্ত্রণালয়ের দাবি আদালত পরিস্থিতির ‘বিকৃত চিত্র উপস্থাপন’ করেছে। এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মিয়ানমার গঠিত স্বাধীন তদন্ত কমিশন রাখাইনে গণহত্যার কোনো প্রমাণ পায়নি। তবে সেখানে যুদ্ধাপরাধ হয়েছে, যা তদন্ত করা হচ্ছে এবং মিয়ানমারের ফৌজাদারি বিচার ব্যবস্থায় এর বিচার হবে।

আওয়ামী লীগ দেউলিয়া হয়ে যায়নি’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ দেউলিয়া হয়ে যায়নি। বরং বিএনপি দেউলিয়া হয়েছে। বিএনপির চেয়ারপারসন এতিমের টাকা চুরি করেছেন।’

ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

ঢাকাস্থ কসবা সমিতির সভাপতি প্রকৌশলী কবীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউছার ভূইয়া জীবন, পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল, সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ ভূইয়া প্রমুখ।

আলোচনা সভা শেষে ২৮৩ জন শিক্ষার্থীকে বৃত্তি, সনদপত্র ও শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এআইএম/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :