‘শহীদদের নিয়ে ডকুমেন্টারি করা হবে’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২০, ২১:১৯

চট্টগ্রামের লালদিঘী মাঠে ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় হামলার ঘটনায় একটি ডকুমেন্টারি তৈরির পরিকল্পনা করা হয়েছে। শুক্রবার গণহত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় শহীদের স্মৃতি সংরক্ষণে সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীন এ পরিকল্পনার কথা জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে ২৪ জানুয়ারির গণহত্যার পরিকল্পনা ছিল। সেদিন নেত্রীকে বাঁচাতে গিয়ে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান।

মেয়র বলেন, গত ২০ জানুয়ারি মামলার রায়ে অভিযুক্তদের পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সরকার বিভিন্নভাবে গণহত্যা দিবসে শহীদদের পরিবারকে সহযোগিতা দিয়ে আসছে।

মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকার, নঈন উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, গণহত্যা মামলার জেলা স্পেশাল পিপি মেজবাহ উদ্দিন ও শহীদ পরিবারের সদস্যসহ নেতৃবৃন্দ।

সভা শেষে চট্টগ্রাম আদালত এলাকাস্থ গণহত্যা শহীদ চত্বরে পুস্পস্তবক অর্পণ করেন সকল নেতাকর্মী।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বন্দর নগরী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা