চুয়াডাঙ্গায় সড়কে ডাকাতি

প্রকাশ | ২৪ জানুয়ারি ২০২০, ২১:৫৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় সড়কে র‌্যাব পরিচয়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে একদল ডাকাত। গত বৃহস্পতিবার রাতে সদর উপজেলার টেইপুর-ঝোড়াঘাটা সড়কে এ ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের কয়েকটি দল রাতভর অভিযান চালালেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ভুুক্তভোগী আনছার আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আমি চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেলে নিজ গ্রাম পীরপুরে যাচ্ছিলাম। সন্ধ্যা পৌনে ৭টার দিকে টেইপুর-ঝোড়াঘাটা সড়কের টেইপুর মাঠে পৌঁছালে ৭/৮ জনের সশস্ত্র ডাকাতদল সড়কে গাছ ফেলে ব্যারিকেড দেয়। এরপর আমাকে জিম্মি করে নগদ ২২ হাজার টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।

তিনি আরো বলেন, এ সময় ওই সড়কের মোটরসাইকেল চালক, আলমসাধুর যাত্রী, সাইকেল চালক এ রকম ২৫ থেকে ৩০ জনের থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নেয় তারা।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিহাদ ফকরুল আলম জানান, আমরা অনুসন্ধান শুরু করেছি। শিগগির অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/পিএল/এলএ)