এশিয়া কাপ নিয়ে বিসিবির সঙ্গে চুক্তি করেনি পিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১২:১৯ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ১২:১৬

অনেক আলাপ-আলোচনা, দরকষাকষির পর পাকিস্তান সফরে গিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবশ্য এক সফরে পুরো সিরিজ মাঠে গড়াচ্ছে না। পূর্ণাঙ্গ সিরিজটি সম্পন্ন হবে টাইগারদের তিনটি পৃথক সফরে। জোর গুঞ্জন উঠেছিল এশিয়া কাপ আয়োজনের সুযোগের বিনিময়ে পাকিস্তান সফরে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড সাফ জানিয়ে দিয়েছে এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের সাথে তাদের কোনো রকম চুক্তি হয়নি।

যদিও একটা সময় মনে হচ্ছিল- বাংলাদেশ দল কোনোভাবেই পাকিস্তান সফরে যাবে না। অনমনীয় বিসিবি কী করে একটা নমনীয় হল- সেই ভাবনা থেকে অনেকে দেখছেন কূটনৈতিক অবস্থানকে। ক্রিকেট সংশ্লিষ্ট অনেকের অভিমত ছিল- এশিয়া কাপ আয়োজনের দায়িত্ব বাংলাদেশকে অর্পণের বিনিময়ে বিসিবিকে সফরের জন্য রাজি করিয়েছে পিসিবি। তবে এমন দাবি উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সূচি অনুযায়ী, চলতি বছরই পাকিস্তানে এশিয়া কাপের আগামী আসর আয়োজিত হওয়ার কথা। কিন্তু ভারতের মত বড় দল পাকিস্তান যাবে না, তাই পাকিস্তানে এশিয়া কাপ আয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে এশিয়া কাপের আয়োজকের দায়িত্ব পাবে এশিয়ার অন্য কোনো দেশ।

দুইয়ে দুইয়ে চার মিলে যাওয়ায় রটেছিল- পিসিবি বাংলাদেশকে এশিয়া কাপের স্বাগতিক দল হওয়ার সুযোগ দেওয়ার শর্তেই সফরে রাজি করাতে পেরেছে। পাকিস্তানের একাধিক সাবেক ক্রিকেটার এমন মন্তব্য করে ব্যাপক হৈচৈ ফেলে দিয়েছিলেন।

তবে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছেন, বিসিবির সাখে পিসিবির এমন কোনো চুক্তিই হয়নি। এমনকি পাকিস্তান নিজেরা আয়োজন না করলেও অন্য কোনো দেশের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সুযোগ নেই বলেও জানান ওয়াসিম।

তিনি বলেন, ‘বাংলাদেশ পাকিস্তানে খেলার বিনিময়ে তাদের এশিয়া কাপের আয়োজন স্বত্ব ছেড়ে দেওয়া হবে- এমন কোনো চুক্তি হয়নি। পিসিবি অন্য কোনো দেশে এশিয়া কাপ আয়োজন ছেড়ে দেওয়ার অধিকার রাখে না। এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের আয়োজন এবং আয়োজক দেশ বেছে নেওয়ার ক্ষমতা কেবল তাদেরই আছে।’

(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :