করোনা ভাইরাসে চীনা চিকিৎসকের মৃত্যু

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ১২:১৭ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২০, ১২:১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে করোনা ভাইরাস। চীনের হুবেই প্রদেশের উহান থেকে ছড়িয়ে পড়া এই ভাইরাসে এরই মধ্যে ৪১ জনের মৃত্যু হয়েছে। এবার হুবেই প্রদেশের একটি হাসপাতালে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক চিকিৎসক। শনিবার এই খবর দিয়েছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন)।

৬২ বছর বয়সি লিয়াঙ উডোঙ হুবেই সিনহুয়া হাসপাতালের চিকিৎসক ছিলেন। উহানে সর্বপ্রথম যারা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন ছিলেন লিয়াঙ।

শনিবার চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩০০ ছাড়িয়ে গেছে। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

হুবেই এর স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন করে এই ভাইরাসে ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। চীনের ৩০টিরও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস।

এরই মধ্যে চীনের ১৩টিরও বেশি শহর আবদ্ধ করে রাখা হয়েছে। এসব শহরের গণপরিবহন দোকান পাট বন্ধ রয়েছে। বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনা ভাইরাসের কারণে সতর্কতা জারি করেছে।

ঢাকা টাইমস/২৫জানুয়ারি/একে