অ্যাপল সস্তায় আইফোন বানাবে

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ জানুয়ারি ২০২০, ১৫:২০ | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ১৫:১২

কম দামি আইফোন নিয়ে বাজারে ফিরছে অ্যাপল। গত চার বছর ধরে বাজারে অ্যাপল পুরোপুরি অনুপস্থিত ছিল।

আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সস্তা আইফোন তৈরির কাজ শুরু করার পরিকল্পনা করেছে অ্যাপল।

ফেব্রুয়ারিতে সস্তা মূল্যের আইফোন তৈরির পর মার্চের শুরুতে লঞ্চ করার পরিকল্পনা করেছে অ্যাপল। মনে করা হচ্ছে, সস্তা আইফোনে স্ক্রিনের আকৃতি হবে ৪.৭ ইঞ্চি। আর দাম ধরা হবে ৩৯৯ ডলার।

অ্যাপলের নতুন সস্তা দামের ফোন নিয়ে আসার পরিকল্পনাটি সম্পর্কে প্রথমে জানায় জাপানিজ সংবাদমাধ্যম নিককেই। দাবি করা হচ্ছে, বর্তমান আইফোনের অধিকাংশ উপাদানের দেখাই মিলবে নতুন কম দামি আইফোনে।

দাম কমাতে আরও সাশ্রয়ী এলসিডি স্ক্রিন ব্যবহার করা হবে।

মূলত কম দামি আইফোন তৈরি করে হুয়াওয়ের মতো প্রতিদ্বন্দ্বীদের কাছ থেকে ক্রেতা ফিরিয়ে নেওয়ার ফন্দি এঁটেছে অ্যাপল।

উল্লেখ্য, আগের তুলনায় সাম্প্রতিক সময়ে আইফোন বিক্রির পরিমাণ কিন্তু অনেকটাই কমেছে। অ্যাপলের মূল মুনাফার অর্ধেকই আসে আইফোন বিক্রি থেকে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/আরজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা