টেস্টে সবার আগে ইংল্যান্ডের পাঁচ লাখ রান

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ১৯:০৬

প্রথম দল হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ লাখ রান করল ইংল্যান্ড ক্রিকেট দল। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেটে ১৯২ রান করে ইংল্যান্ড। যার মাধ্যমে টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে ৫ লাখ রার পূর্ণ করে ইংলিশরা।

১০২২টি টেস্ট খেলা ইংল্যান্ডের রান এখন ৫ লাখ ৬। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ৮৩০ টেস্টে এ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ লাখ ৩২ হাজার ৭০৬ রান। তৃতীয় স্থানে থাকা ভারতের সংগ্রহ ৫৪০ টেস্টে ২ লাখ ৭৩ হাজার ৫১৮ রান।

১৮৭৭ সালে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয় ইংল্যান্ডের। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের ও টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচ খেলতে নামে ইংলিশরা। এরপর প্রথম দল হিসেবে ৫শ’ ও ১ হাজার ম্যাচ খেলার নজির গড়ে ইংল্যান্ড।

তালিকার নবম স্থানে আছে বাংলাদেশ। ২০০০ সালের নভেম্বরে দেশের মাটিতে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পথ চলা শুরু হয় বাংলাদেশের। এখন পর্যন্ত ১১৭টি টেস্টে ৫৩ হাজার ১১৫ রান করেছে টাইগাররা।

(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :