টাইব্রেকারে অবিশ্বাস্য জয় ফেদেরারের

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ১৯:৩২

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের মাইলস্টোন ম্যাচে জয় তুলে নিলেন রজার ফেদেরার৷ তৃতীয় রাউন্ডে ৫ সেটের উত্তেজক লড়াইয়ে ফেদেরার পরাজিত করেন অস্ট্রেলিয়ার জন মিলম্যানকে৷ ৪ ঘন্টা ৩ মিনিটের ম্যারাথন লড়াইয়ে ফেদেরার জয় তুলে নেন ৪-৬, ৭-৬ (৭/২), ৬-৪, ৪-৬, ৭-৬ (১০/৮) সেটে৷ ছ’বারের অজি ওপেন জয়ী সুইস কিংবদন্তির মেলবোর্ন পার্কে এটি ১০০তম ম্যাচ জয়৷

প্রথম সেট হেরে বসার পর টাইব্রেকারে দ্বিতীয় সেটের দখল নেন রজার এবং ম্যাচে সমতা ফেরান৷ তৃতীয় সেট জিতে ম্যাচে লিড নিতে সক্ষম হন ফেডেক্স৷ তবে চতুর্থ সেটে অজি প্রতিদ্বন্দ্বীর কাছে হার মানতে হয় তাঁকে৷

চতুর্থ সেটের পর ম্যাচ সমতায় দাঁড়িয়ে থাকায় লড়াই গড়ায় পঞ্চম তথা নির্ণায়ক সেটে৷ রোমহর্ষক পঞ্চম সেট সুপার টাই-ব্রেকারে গড়ালে একসময় ৩-৮ ব্যবধানে পিছিয়ে ছিলেন ফেদেরার৷ সেখান থেকে ১০-৮ পয়েন্টের ব্যবধানে নির্ণায়ক টাইব্রেকার জিতে চতুর্থ রাউন্ডের টিকিট নিশ্চিত করেন রজার৷

ম্যাচ জিতে উঠে ফেদেরার প্রশংসায় ভরিয়ে দেন প্রতিপক্ষ মিলম্যানকে৷ তিনি বলেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ যে, এটা ম্যাচ টাইব্রেকার ছিল৷ সেট টাইব্রেকার হলে আমাকে ছিটকে যেতে হতো৷ ম্যাচের সারাক্ষণ অসাধারণ খেলে গিয়েছে জন৷ অত্যন্ত লড়াকু ও সাহসী খেলোয়াড় ও৷ মানুষ হিসেবেও ততটাই ভালো৷ ভাগ্যের একটু সাহায্য পেলে ওই ম্যাচটা জিতত৷ আমিও খুব খারাপ খেলিনি৷ গুরুত্বপূর্ণ সময়ে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করে গিয়েছি৷ সেটাই ফলপ্রসূ হয়েছে৷’

(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এসইউএল)