ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি রবিবার

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ১৯:৫৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

দুর্দান্ত এক জয় দিয়ে নিউজিল্যান্ড সফরে বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ শুরু করে সফরকারী ভারত। প্রথম ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের ছুঁড়ে দেয়া ২০৪ রানের টার্গেট দাপট দেখিয়ে স্পর্শ করে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া। ফলে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে বিরাট কোহলির দল।

দুর্দান্ত জয়ে ফুরফুরে মেজাজে থাকা ভারতের এবার লক্ষ্য দ্বিতীয় টি-২০ জিতে সিরিজে ডাবল লিড। তবে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা আনতে মরিয়া নিউজিল্যান্ড। অকল্যান্ডে আগামীকাল (রবিবার) সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৫০ মিনিটে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও ভারত।

সিরিজ শুরুর আগে ফেভারিটের তকমাটা ভারতের পক্ষেই ছিল। কারণ ক্রিকেটের তিন ফরম্যাটে ফর্মের তুঙ্গে থেকেই নিউজিল্যান্ডের মাটিতে পা রাখে টিম ইন্ডিয়া। তবে নিজেদের কন্ডিশনে বরাবরের মত শক্তিশালী নিউজিল্যান্ড। যে কারণে ভারতের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলো কেন উইলিয়ামসনের দল।

প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে নিজেদের আত্মবিশ্বাসের যথার্থ প্রমানও দেয় নিউজিল্যান্ড। গেল দু’বছর যাবত সেরা ফর্মে থাকা শক্তিশালী ভারতীয় বোলিং লাইন-আপের বিপক্ষে ২০ ওভারে ৫ উইকেটে ২০৩ রানের পাহাড় গড়ে নিউজিল্যান্ড। দলের তিন ব্যাটসম্যান হাফ-সেঞ্চুরি করেন। কলিন মুনরো ৫৯, রস টেইলর অপরাজিত ৫৪ ও অধিনায়ক উইলিয়ামসন ৫১ রান করেন।

নিউজিল্যান্ডের কন্ডিশনে ২০৪ রানের বিশাল টার্গেট তাড়া করা কঠিনই ছিলো ভারতের। কিন্তু কঠিন কাজকে সহজে করে দেন ভারতের টপ-অর্ডারের তিন ব্যাটসম্যান। লোকেশ রাহুল ৫৬ ও অধিনায়ক কোহলি ৪৫ রানে থামলেও, তরুণ শ্রেয়াস আইয়ার মাত্র ২৯ বলে হার না মানা ৫৮ রানের ইনিংস খেলেন। তাতেই জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

দুর্দান্ত শুরুটা পরের ম্যাচগুলোতেও ধরে রাখতে চান ভারতের অধিনায়ক কোহলি, ‘এই জয়ে পুরো সিরিজের ছন্দটা যেন পেয়ে গেলাম। ২০০-র বেশি রান তাড়া করতে হলে আত্মবিশ্বাসী হওয়ার মতো কিছু অবশ্যই দরকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে ওয়ানডে সিরিজে আমরা সত্যিই ভাল খেলেছি। সেই আত্মবিশ্বাসটা সঙ্গে নিয়েই এখানে এসেছি। এখানকার যা পিচ, তাতে শুরুতে আক্রমণাত্মক হওয়া যায় না। ইনিংসের মাঝামাঝি সময়টায় আমরা বাজিমাত করেছি। এভাবেই পরের ম্যাচগুলোতে খেলতে হবে আমাদের। জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে।’

রানের পাহাড় গড়েও হারের কারণে হতাশ নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে প্রথম ম্যাচের স্মৃতি ভুলে সিরিজে সমতা চান তিনি, ‘প্রথম ম্যাচে আমাদের বোলিং-ফিল্ডিং ভালো হয়নি। এ ক্ষেত্রে আমাদের আরও উন্নতি করতে হবে। ভারতের মত দলের বিপক্ষে জিততে হলে সব বিভাগেই ভালো করা জরুরি। প্রথম ম্যাচ নিয়ে আমরা চিন্তিত নই। সিরিজে সমতা আনতে নতুন পরিকল্পনা করেছি। লড়াইয়ে ফিরে আসাটাই এখন মূল বিষয়।’

ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ার, মনিষ পান্ডিয়া, ঋষভ পান্থ (উইকেটরক্ষক), শিবম দুবে, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্রা চাহাল, ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নবদ্বীপ সাইনি, রবীন্দ্র জাদেজা ও শারদুল ঠাকুর।

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), হামিশ বেনেট, টম ব্রুস, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, স্কট কুগিলিজেন, ড্যারিল মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর ও ব্লেয়ার টিকনার।

(ঢাকাটাইমস/২৫ জানুয়ারি/এসইউএল)