বুনোফল খেয়ে পাঁচ শিক্ষার্থী হাসপাতালে

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৫ জানুয়ারি ২০২০, ২১:০৭

কুমিল্লার হোমনায় সিএনজিচালিত অটোরিকশাচালকের দেয়া বুনোফল ‘বকুল’ খেয়ে অসুস্থ হয়ে পড়েছে উপজেলার তেভাগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির পাঁচ শিক্ষার্থী। শনিবার এ ঘটনা ঘটে।

অসুস্থ ছাত্রীরা হলো- সুমাইয়া, জান্নাতুন নাহার, তাহমিনা আক্তার, শরীফা ও ফারজানা।

তারা জানায়, তারা ক্লাসের বিরতিতে বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে দোয়ার অনুষ্ঠান দেখতে গিয়েছিল। সেখান থেকে স্কুলে যাওয়ার পথে রাস্তায় তেভাগিয়া গ্রামের সিএনজিচালিত অটোরিকশার চালক মুছা মিয়া শিক্ষার্থীদের হাতে বুনো ‘বকুল’ ফল দিয়ে খেতে বলে। শিক্ষার্থীরা ভালো ফল মনে করে খেয়ে স্কুলে যায়। স্কুলে যাওয়ার পরপরই তাদের পেটে যন্ত্রণা শুরু হয়। পরে শিক্ষকরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ওই বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন জানান, ‘শিক্ষার্থীরা পথে অটোরিকশাচালকের দেয়া একটি ‘বকুল’ ফল খেয়ে স্কুলে এসেই পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। তা দেখে দ্রুত হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করি।

চিকিৎসক আক্তার আলম জানান, শিক্ষার্থীরা একটি ফল খেয়ে ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়। পেটের ব্যথায় তারা অচেতন হয়ে হাসপাতালে আসে। তাদের চিকিৎসা চলছে।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :