লেবাননে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

প্রকাশ | ২৫ জানুয়ারি ২০২০, ২২:০২

ওয়াসীম আকরাম, লেবানন

লেবাননের বিভাগীয় শহর জুনিতে এক বাংলাদেশি পুরুষ কর্মী শনিবার সকালে নিহত হয়েছেন। তার নাম সুমন ভূইয়া, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার টিকোরিয়া গ্রামের সুলতান ভূইয়ার ছেলে।

জীবন-জীবিকার তাগিদে তিনি তিন বছর আগে লেবানন এসেছিলেন সুমন। তিনি জুনির বলাদিয়ায় রোড ক্লিনারের কাজ করতেন।

জানা যায়, সুমন রাস্তার পাশে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিলেন, এ সময় হঠাৎ একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিলে সাথে সাথে তিনি মারা যান।

খবর পেয়ে স্থানীয় পুলিশ ও লেবানন রেডক্রস সোসাইটি এসে তার লাশ উদ্ধার করেন। তার লাশ সাইদ লেবানন হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সুমনের মৃত্যুর খবরটি দেশের বাড়িতে জানাজানি হলে এলাকায় শোকের ছায়ায়  আত্ম-চিৎকারে ফেটে পড়েন তার পরিবারের লোকজন। তার মরদেহ দ্রুত দেশে পাঠাতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট দপ্তরসহ বৈরুত দূতাবাসের  সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

(ঢাকাটাইমস/২৫জানুয়ারি/এলএ)