দুর্দান্ত জয়ে শেষ ষোলোয় নাদাল

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ১০:২৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পাবলো ক্যারেনো বুস্তাকে স্ট্রেট সেটে উড়িয়ে দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলোয় পা রাখলেন রাফায়েল নাদাল। মেলবোর্ন পার্কে টুর্নামেন্টের শুরু থেকেই দারুণ ছন্দে স্প্যানিশ টেনিস মায়েস্ত্রো। কোন সেট না খুঁইয়েই তৃতীয় রাউন্ডে পা রেখেছিলেন ১৯টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচেও বজায় রাখলেন সেই ধারা। র‍্যাংকিংয়ে ৩০তম স্থানে থাকা থাকা স্বদেশী পাবলো ক্যারেনোকে শনিবার নাদাল হারালেন ৬-১, ৬-২, ৬-৪ সেটে।

২০তম গ্র্যান্ড স্ল্যাম জিতে রজার ফেদেরারকে স্পর্শ করার অপেক্ষায় তাল ঠুকছেন রাফা। এমন পরিস্থিতিতে মেলবোর্ন পার্কে প্রথম রাউন্ডে বলিভিয়ার হুগো ডেলিয়েনকে স্ট্রেট সেটে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করেছিলেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় রাউন্ডে নাদালের শিকার হয়েছিলেন আর্জেন্টিনার ফেদেরিকো দেলবোনিস। এরপর তৃতীয় রাউন্ডের ম্যাচে শনিবার নিজের দ্বিতীয় রাউন্ডের পারফরম্যান্সকেও ছাপিয়ে গেলেন স্প্যানিয়ার্ড। গত ম্যাচে যেখানে ২০টি ব্রেক পয়েন্টের মধ্যে মাত্র ৩টি নিজের নামে করেছিলেন, সেখানে তৃতীয় রাউন্ডের ম্যাচে ১০টি ব্রেক পয়েন্টের মধ্যে ৫টি জিতে নিতে সফল হলেন ২০০৯ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী।

রড লেভার এরিনায় প্রথম সেটে এদিন নাদাল ঝড়ের সামনে কার্যত খড়কুটোর মতো উড়ে যান পাবলো। প্রথম সেটে তাঁর ডেভিস কাপ টিমমেটকে ৬-১ ব্যবধানে পরাস্ত করেন রাফা। দ্বিতীয় সেটেও পরিস্থিতি খুব একটা বদলায়নি। দু’টি গেম হাতছাড়া করতে হলেও নাদালকে বেগ দেওয়ার মত মশলা পাবলো ক্যারেনোর বারুদে ছিল না। ২-৬ দ্বিতীয় সেটে নাদালের কাছে আত্মসমর্পণ করেন তিনি। এরপর তৃতীয় সেটে লড়াই কিছুটা জমে উঠলেও নাদালের অভিজ্ঞতার সঙ্গে এঁটে উঠতে পারেননি স্বদেশী পাবলো। ৬-৪ ব্যবধানে তৃতীয় সেট মুঠোয় ভরে পরবর্তী রাউন্ড নিশ্চিত করেন স্প্যানিশ কিংবদন্তি।

তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ভূমিপুত্র নিক কিরগিয়োস। শনিবার তৃতীয় রাউন্ডের রুদ্ধশ্বাস লড়াইয়ে যিনি হারিয়েছেন রাশিয়ার কারেন খাচানোভকে। কিরগিয়োসের পক্ষে এদিনের ম্যাচের ফল ৬-২, ৭-৬, ৬-৭, ৬-৭, ৭-৬। উল্লেখ্য, চলতি অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয়বারের জন্য খেতাব জিততে পারলে ওপেন এরার প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যামে অন্তত দু’বার খেতাব জয়ের নজির গড়বেন রাফা।

এছাড়া অন্য ম্যাচে অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনিকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছেন ২০১৯ যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালিস্ট ড্যানিল মেদভেদেভ।

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এসইউএল)