ভ্যালেন্সিয়ার মাঠে বার্সেলোনার হার

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ১০:৩৭ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২০, ১০:৪০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বার্সেলোনায় কিকে সেতিয়েনের মধুচন্দ্রিমা অনেকটাই ফিকে হয়ে গেল। লা লিগায় শনিবার বাইরের মাঠে লিওনেল মেসিরা ০-২ হেরে গেলেন ভ্যালেন্সিয়ার কাছে।

দুরন্ত গোল করে নায়ক ভ্যালেন্সিয়ার ম্যাক্সি গোমেজ। সেটা ৭৭ মিনিটে। খেলার শুরুতেই আত্মঘাতী গোল করে বসেন আলবা। মেস্টালায় তাই প্রথম থেকেই চাপে পড়ে যায় বার্সা। এমন নয় যে মেসিদের খেলায় কোনও দাপটই ছিল না। কিন্তু প্রতিআক্রমণের সময় রীতিমতো ভয়ঙ্কর দেখিয়েছে ভ্যালেন্সিয়ার ফরোয়ার্ডদের। পাশাপাশি তাঁরা রক্ষণও সামলেছেন নিখুঁত ভাবে। শনিবারের এই জয়ের কৃতিত্ব অনেকটাই প্রাপ্য ভ্যালেন্সিয়ার গোলরক্ষক জাউমে দমেনেকের। অসাধারণ দক্ষতায় মেসির ফ্রি-কিক বাঁ দিকে ঝাঁপিয়ে তিনি বাঁচান।

গোল পার্থক্যের সুবিধে নিয়ে এই ম্যাচের পরেও লা লিগা টেবলে মেসিরা শীর্ষে থাকলেও (২১ ম্যাচে ৪৩ পয়েন্ট) রিয়াল মাদ্রিদের সামনে এখন তাদের ছাপিয়ে যাওয়ার সহজ সুযোগ রয়েছে। রবিবার রিয়াল ভায়াদোলিদকে হারাতে পারলেই জিনেদিন জিদানের ক্লাব বার্সার সঙ্গে তিন পয়েন্টের ব্যবধান তৈরি করে টেবলের এক নম্বর দল হয়ে যাবে।

নতুন ম্যানেজার কিকে সেতিয়েন বললেন, ‘আমি যা চাইছি তা এখনও ফুটবলারেরা করে দেখাতে পারেনি। কিন্তু সেরা তারকারা বার্সায় খেলে। আশা করছি, নতুন কৌশল আয়ত্ত করতে ওদের খুব বেশি দিন লাগবে না।’

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এসইউএল)