ভারতের প্রজাতন্ত্র দিবসে আসামে তিন বিস্ফোরণ

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ১১:৪০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

আজ ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস। এদিন সকালেই দেশটির আসাম রাজ্যে তিনটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কয়েক মিনিটের ব্যবধানে ভিন্ন ভিন্ন তিন জায়গায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর এনডিটিভির

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ডিব্রুগড়ে গুরুদ্বারের কাছে জঙ্গিরা প্রথম বিস্ফোরণ ঘটায়। এর কয়েক মিনিটের মধ্যেই চারাইডিও এবং দুলিয়াজানে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের ঘটনায় আতঙ্গে ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আসামের ডিজিপি জানিয়েছেন, ‘ডিব্রুগড়ে বিস্ফোরণের বিষয়ে খবর পেয়েছি। তদন্ত শুরু হয়েছে। ঘটনায় কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’

এখনও পর্যন্ত কোনো সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা কম থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। তবে এই ঘটনার পরেই গোটা আসাম জুড়ে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। রাজ্যজুড়ে ব্যাপক তল্লাশি শুরু হয়েছে।

একের পর এক বিস্ফোরণের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঘটনার তদন্তে নির্দেশ দিয়েছেন তিনি। ঘটনায় দোষীদের কড়া হাতে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রীর।

একের পর এক বিস্ফোরণের ঘটনায় গোটা আসামজুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনার পর পর ফাঁকা হয়ে গিয়েছে রাস্তাঘাট।

ঢাকা টাইমস/২৬জানুয়ারি/একে