স্টোকসকে জরিমানা, জোহানেসবার্গে এগিয়ে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ১২:৫৪

আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার মুখে দর্শকের সঙ্গে মৌখিক ঝামেলায় জড়িয়ে পড়ার জের। শাস্তি স্বরূপ জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টেস্টে ম্যাচ ফি’র ১৫ শতাংশ কাটা গেল ইংরেজ অলরাউন্ডার বেন স্টোকসের। সঙ্গে তার নামের পাশে যোগ হলো একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল ১ অপরাধে দন্ডিত করা হয়েছে স্টোকসকে।

আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন আপত্তিকর শব্দ ব্যবহার করার অভিযোগে শাস্তি স্বরূপ এই ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। একইসঙ্গে ম্যাচ ফির ১৫ শতাংশ কাটা গেল ইংরেজ অলরাউন্ডারের। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের এই শাস্তির নিদান যদিও মাথা পেতে নিয়েছেন স্টোকস।

উল্লেখ্য, আইসিসির নিয়মানুসারে ২৪ মাস অর্থাৎ এক বছর সময়কালের মধ্যে আর তিনটি ডিমেরিট পয়েন্ট যোগ গেলে এক ম্যাচ সাসপেন্ড হতে হবে ইংল্যান্ড অল-রাউন্ডারকে।

এদিকে জোহানেসবার্গে সিরিজের নির্ণায়ক টেস্টে বড়সড় অ্যাডভান্টেজ ইংল্যান্ড। প্রথম ইনিংসে থ্রি-লায়ন্সদের ৪০০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে ৮৮ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছে দক্ষিণ আফ্রিকা। দশম উইকেটে মার্ক উড ও স্টুয়ার্ট ব্রডের রেকর্ড ৮২ রানের পার্টনারশিপে ভর করে জো’বার্গে প্রথম ইনিংসে ৪০০ রানে তাদের ইনিংস শেষ করে ইংল্যান্ড। ২৮ বলে ঝোড়ো ৪৩ রান করে ব্রড আউট হলেও ৩৫ রানে অপরাজিত থেকে যান মার্ক উড। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাটে সবচেয়ে সফল অ্যানরিচ নর্তজে দখল করেন ৫ উইকেট।

এরপর বল হাতেও আগুন জোহানেসবার্গের পিচে আগুন ঝরান উড। নেন ৩ উইকেট। শনিবার ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে মাত্র ৮৮ রান তুলেছে প্রোটিয়ারা। ইংরেজ বোলারদের সামনে সেই অর্থে সফল হতে পারেননি দক্ষিণ আফ্রিকার কোনও ব্যাটসম্যানই। ৪৪ বলে সর্বোচ্চ ৩২ রান করে দিনের শেষে অপরাজিত কুইন্টন ডি কক। এখনও প্রথম ইনিংসে ৩১২ রানে পিছিয়ে প্রোটিয়ারা। সবমিলিয়ে নির্ণায়ক টেস্টের দ্বিতীয়দিনের শেষে যা অবস্থা তাতে সিরিজে আপাতত ২-১ ব্যবধানে এগিয়ে থাকা ইংল্যান্ডের সিরিজ জয় কার্যত নিশ্চিতই বলা যায়।

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

জিম্বাবুয়ে সিরিজের শুরুতে মুস্তাফিজের খেলা নিয়ে যা জানাল বিসিবি

যে কারণে বাংলাদেশের প্রাথমিক দলে নেই সাকিব-মুস্তাফিজ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

এই বিভাগের সব খবর

শিরোনাম :