এবার নড়াইলের প্রাথমিক শিক্ষক নিয়োগ স্থগিত

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ১৫:৫৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ লঙ্ঘন করায় নড়াইলের ৯৬ জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি আইন ভঙ্গ করে প্রকাশিত ফলাফল কেন বাতিল ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। 

রবিবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।  

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রেজাউল করিম ও অ্যাডভোকেট শাহ্ নেওয়াজ।

আদালত থেকে বেরিয়ে আইনজীবী রেজাউল করিম সাংবাদিকদের জানান,  প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৩ এর ৭ ধারায় বলা হয়েছে, এই বিধিমালার অধীন সরাসরি নিয়োগযোগ্য পদগুলোর ৬০ শতাংশ নারী প্রার্থীদের দ্বারা, ২০ শতাংশ পৌষ্য প্রার্থীদের দ্বারা এবং বাকি ২০ শতাংশ পুরুষ প্রার্থীকে নিয়োগ দিতে হবে।  

এই নীতিমালা লঙ্ঘন করায় আদালতে রিট করা হয়। এর আগে আরও বেশ কয়েকটি জেলার ফলাফল একই কারণে স্থগিত করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এআইএম/জেবি)