এবার ভূগোলে গোল!

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ১৬:৩৩

শিক্ষা ডেস্ক, ঢাকাটাইমস

পরীক্ষার দিন যত ঘনিয়ে আসছে ততই চিন্তা বাড়ছে। সবার একটাই চেষ্টা, কী করে ভালো নম্বর পাওয়া যাবে? অনেক বিষয়ের পাশাপাশি ভূগোলেও অনেকের ভয় থাকে। বোর্ড পরীক্ষা নাকের ডগায়। ৩ ফেবুয়ারি থেকে পরীক্ষা শুরু। পরীক্ষার্থীদের জন্য কিছু সহজ উপায় দেখিয়েছেন দিল্লির আর্মি পাবলিক স্কুলের ভূগোল শিক্ষিকা মিসেস সুজা মাথু ।

পরীক্ষার আগে করণীয়ঃ

খুঁটিয়ে পড়তে হবে সব চ্যাপ্টার। কম করে হলেও তিনবার। খুঁটিয়ে পড়লে ছাক্কা নম্বর পাওয়া সম্ভব হয়। 

প্রতি চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ তথ্য, তারিখ, জায়গা ভালো করে মনে রাখতে হবে।

যত পেপার সলভ করতে পারবে ততই তোমার উপকার।

সহজ বিষয় বা চ্যাপ্টার আগে ধর। তারপর আস্তে আস্তে কঠিন লাগে এমন চ্যাপ্টার পড়। দেখবে সহজে তৈরি হয়ে যাবে।

পরীক্ষায় কী করবে

বিভাগ ধরে উত্তর লিখবে।

পয়েন্ট করে উত্তর লিখবে। দরকারে গুরুত্বপূর্ণ অংশের তলায় দাগ দিতে হবে বা হাইলাইট করে দিতে হবে। 

ম্যাপ চিহ্নিত করতে হবে পরিছন্ন ভাবে।

প্রয়োজনে ম্যাপ টেমপ্লেট ব্যবহার করতে পার।

তথ্য লিখবে উদাহরণ দিয়ে। এতে লেখা সমৃদ্ধ হবে। নম্বর বাড়বে।

ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এসএস