বর্ণিল সাজে চট্টগ্রাম কাস্টমস

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ১৭:২৩

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস

আন্তর্জাতিক কাস্টমস দিবস ২৬ জানুয়ারি। এ উপলক্ষে দেশের সর্ববৃহৎ রাজস্ব সংগ্রহকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউস থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম কাস্টম হাউসে শোভাযাত্রার আয়োজন করে কাস্টমস কর্তৃপক্ষ। বন্দর আসনের সাংসদ এমএ লতিফ এ শোভাযাত্রার উদ্বোধন করেন।

এবার কাস্টমস দিবসের প্রতিপাদ্য ‘কাস্টমস পোস্টারিং সাসটেইনেবিলিটি ফর পিপল, প্রসপারেটি অ্যান্ড দ্য প্ল্যানেট।’ শোভাযাত্রাটি নগরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।  জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন উইংয়ের অংশীজন, কাস্টমস হাউসের শুল্ক মূল্যায়ন, আপিল কমিশন, আয়কর, শুল্ক গোয়েন্দা, বন্ড কমিশনারেট, কাস্টমস একাডেমি, ভ্যাট কমিশনারেট, কাস্টমস হাউস, ঢোলবাদক, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার বাদক দল, চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস কর্মচারী ইউনিয়ন এ শোভাযাত্রায় অংশ নেন।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ট্রাকে পদ্মা সেতুর রেপ্লিকা, ঢোলবাদন, বাদক দল, ব্যানার, ফেস্টুন ইত্যাদি। এ উপলক্ষে কাস্টম হাউস, গোলচত্বর, ফোয়ারা, ওভারব্রিজসহ পুরো এলাকা সাজানো হয়েছে বর্ণিল সাজে। সন্ধ্যায় চট্টগ্রাম কাস্টমস হাউস অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/কেএম/এলএ)