ডুজার ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন প্রথম আলো-সংবাদ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ১৭:২৩

মুজিববর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) আয়োজিত 'বঙ্গবন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্ট'-এ যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছে প্রথম আলো ও দৈনিক সংবাদ। তিন ম্যাচের ফাইনালে কালের কণ্ঠ-ইত্তেফাককে ২-০ সেটে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়।

শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় এ খেলা অনুষ্ঠিত হয়েছে৷

দৈনিক প্রথম আলোর প্রতিনিধি আসিফ হাওলাদার, দৈনিক সংবাদের প্রতিনিধি আবদুল্লাহ আল জোবায়ের এবং প্রতিপক্ষ দল কালের কণ্ঠের মেহেদী হাসান এবং ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল হাকিম আবির এ খেলায় অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। এছাড়া, ডুজার সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, বর্তমান সভাপতি রায়হানুল ইসলাম আবির, সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ সমিতির বর্তমান নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শরীর সুস্থ রাখার জন্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। যারা শুধু পড়াশোনাই করে, তাদের মধ্যে এক ধরণের একগুঁয়েমি চলে আসে। এজন্য, পড়াশোনা ও সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলাও করতে হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করায় তিনি সাংবাদিক সমিতিকে ধন্যবাদ জানান। বলেন, শিক্ষক সমিতি সহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদের

শিক্ষকদের সাথে সাংবাদিকদের একটা ভালো সম্পর্ক বজায় রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সম্পর্ক বজায় থাকবে বলে আমরা বিশ্বাস করি। গত ১৬ জানুয়ারি এ খেলা শুরু হয় এ টুর্নাামেন্ট। টুর্নামেন্টে সর্বমোট ১২টি দল অংশগ্রহণ করেছিল৷

ঢাকাটাইমস/২৬জানুয়ারি/ইএস

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

স্বামীর সঙ্গে মনোমালিন্যে ববি ছাত্রীর আত্মহত্যা

দাবি না মানায় সাত দিনের ক্লাস বর্জন কুবি শিক্ষক সমিতির

বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

নতুন রূপে সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রিয় লাইব্রেরি

জাপানের সুমিতমো করপোরেশন বৃত্তি পেলেন ঢাবির ৪০ শিক্ষার্থী

অবন্তিকার আত্মহত্যায় জড়িতদের শাস্তির দাবিতে জবিতে মানববন্ধন 

শাবিপ্রবিতে রমজানে খাবার নিয়ে ‘মিল বিপাকে’ ফজিলাতুন্নেসা হলের শিক্ষার্থীরা

ববিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে পচাবাসি খাবার পরিবেশন, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

জাবির নতুন প্রক্টর হওয়ার দৌড়ে যারা এগিয়ে

বঙ্গবন্ধুর জন্মদিনে কুবিতে বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন

এই বিভাগের সব খবর

শিরোনাম :