‘করোনা ভাইরাস নিয়ে অপপ্রচারে কান দেবেন না’

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ১৭:৪৪ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০, ১২:৫৭

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

চীনে করোনা ভাইরাস সংক্রামণ নিয়ে সেখানকার বাংলাদেশি শিক্ষার্থীদের বিচলিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

রবিবার নিজের ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, চীনে করোনা ভাইরাস সংক্রামণ নিয়ে সেখানে আমাদের ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, বিচলিত না হয়ে চীন সরকারের নির্দেশনা মেনে চলুন। সতর্কতা অবলম্বন করতে হবে, শংকিত হওয়ার কিছু নাই। পাশাপাশি এর চিকিৎসা নিয়ে যে প্রচার চালানো হচ্ছে তা নিয়ে বিভ্রান্ত হবেন না। যেকোনো ভাইরাল অসুখের চিকিৎসা অনুসর্গভিত্তিক। অনেক ভাইরাসেরই কোনো প্রতিষেধক বা ভেক্সিন নাই। যেমন, ডেঙ্গু।

উপমন্ত্রী লিখেছেন, তাই অনুসর্গভিত্তিক চিকিৎসা নিয়ে অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও সুস্থ আছেন। শত শত মানুষ অসুস্থ কিন্তু মারা গিয়েছেন এখনো ৪০ জনের কম। চীনে ১০০ কোটি মানুষের বসবাস। এই যে ভেক্সিন নাই মানে নির্ঘাত মৃত্যু, এ ধরনের অপপ্রচারে কান দেবেন না।

মহিবুল হাসান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইতিমধ্যে বাংলাদেশেও ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/টিএটি/জেবি)