আন্দোলনে অচল নজরুল বিশ্ববিদ্যালয়

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ১৮:১৯

জাককানইবি প্রতিনিধি, ঢাকাটাইমস

বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়ন না করায় আন্দোলনে নেমেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়ে স্লোগান দিতে দিতে অবস্থান নেন জয়বাংলা চত্বরে।

শিক্ষার্থীদের অভিযোগ, ‘বড় আন্দোলনের মুখে ভিসি গত বছর নভেম্বরে বিশ্ববিদ্যালয়ে চারটি বাস আনার প্রতিশ্রুতি দিলেও এখনও পর্যন্ত কোনো বাসের দেখা পেলাম না। শুধু বাসই নয়, মসজিদ-উপসানালয়, টিএসসি, অডিটোরিয়ামসহ আরো অনেক কিছুরই প্রতিশ্রুতি দিলেও বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তাদের। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা।’

তারা আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে দুইটি হলের কাজ দুই বছর আগে শেষ করার কথা ছিল। কিন্তু এখনও পর্যন্ত তা শেষ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।’

প্রসঙ্গত, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিয়োগে অনিয়মসহ শিক্ষক রফিকুল আমিনকে হয়রানির অভিযোগ উঠেছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/পিএল/এলএ)