‘চলনবিল এখন রোল মডেল’

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ১৮:৫৭

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস

শিক্ষার মান্নোয়ন, কৃতি শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষানুরাগী ব্যক্তিদের উৎসাহিত করতে নাটোরের সিংড়ায় ‘চলনবিল শিক্ষা উৎসব-২০২০’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে ৫টায় কোর্ট মাঠে এই সংবর্ধনার আয়োজন করে সিংড়া উপজেলা প্রশাসন।

প্রধান অতিথি আইসিটি প্রতিমন্ত্রী পলক বলেন, চলনবিলবাসী দীর্ঘ ৩৭ বছর অবহেলিত ছিল। সেই অবহেলিত চলনবিলবাসীকে মাত্র ১১ বছরে আ’লীগ সরকার বৈদ্যুতিক আলোতে আলোকিত করেছেন। তেমনিভাবে শিক্ষার আলোয় আলোকিত করেছেন। বর্তমানে চলনবিল সারাদেশে একটি রোল মডেলে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, আমরা চলনবিলের কাঁদাখোচা কৃষকের সন্তান। আমরা চলনবিলের গৌরব। আর চলনবিলের কৃষকের সন্তানদের যে অপূর্ণতা রয়েছে তা পূরণে এই চলনবিল শিক্ষা উৎসব। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীসহ ৭৪৭ জনকে ১০টি ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান করা হয় ও ৩১ জন অদম্য মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরো ছিলেন- জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)