শেষ ম্যাচটা জিততে চাই: শফিউল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ১৯:৪৭

পাকিস্তানের বিপক্ষে সফরের প্রথম ম্যাচে ৪ ওভার করে মাত্র ২৭ রান খরচ করেছিলেন শফিউল ইসলাম। মোট ১২টি ডটের পাশাপাশি দুটি উইকেট তুলে নিয়েছিলেন এই পেসার। শফিউলের বলেই আউট হতে হয় দলটির সবেচেয়ে সেরা ব্যাটসম্যান বাবর আজমকে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ব্যাটসম্যাদের একটি উইকেট তুলতে সক্ষম হয় সফরকারী বোলরারা। টাইগারদের হয়ে একমাত্র উইকেটটি তুলেছেন শফিউলই। জানালেন শেষটা ভালো করে দেশে ফিরতে চায় দলের সবাই।

সোমবার ছোট ফরম্যাটের সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। তার আগেরদিন লাহোরে টিম হোটেলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এই পেসার।

প্রথম দুই ম্যাচে পাকিস্তান কোন জায়গায় ব্যবধান গড়তে সক্ষম হয়েছে সেগুলো তুলে ধরেন শফিউল।

তিনি বলেন, ‘আসলে আমদেরও সামর্থ্য ছিল। ধরতে গেলে আমরাও তরুণ দল। রিয়াদ ভাই আর তামিম ভাই ছাড়া দলটা তরুণ। আমরা বিপিএল খেলে আসছি। আমাদেরও ভালো খেলা সম্ভব ছিল। প্রথম ম্যাচে ১০টা রান কম হয়েছে। দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ হাফিজ ও বাবর আজম ভালো খেলেছে। তারা ব্যবধানটা গড়ে দিয়েছে। আমাদের আরও ভালো করার সুযোগ ছিল।’

বাংলাদেশ সময় দুপুর তিনটায় গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবছে না দল জানিয়েছেন টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ১৯ ম্যাচে ২৩ উইকেট নেয়া এই বোলার।

বলেন, ‘সবাই ভালো করার চেষ্টা করেছে। তাদের দিন ছিল। আমরা কিছু ভুল করেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে ছোট ভুল হলে সমস্যাই। এই ভুল গুলোর কারণেই ফল আমাদের পক্ষে আসেনি। আমরা পাকিস্তানে জেতার জন্যই এসেছি। হয়ত ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি। এখনও একটা ম্যাচ বাকি। এই ম্যাচটা ভালো করে শেষ করতে চায় সবাই।’

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :