জয়পুরহাটে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ২০:১৪

জয়পুরহাটে অসহায়, গরিব ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এক্সপার্ট এশিয়ান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে এক হাজার কম্বল বিতরণ করা হয়। রবিবার বিকালে সদর উপজেলার ভাদসা স্কুল মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।

এক্সপার্ট এশিয়ান ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরুল হুদা রিমন বলেন, ‘জয়পুরহাটে এবার স্মরণকালের শীত পড়েছে। এমন শীতে হাজারো অসহায় মানুষ শীতে কাঁপছেন। আমরা সাধ্যমত শীতবস্ত্র দিয়ে অসহায় মানুষগুলোর শীত নিবারণের চেষ্টা করেছি মাত্র।’

তিনি আরো বলেন, ‘সমাজের বিত্তবানরা যে যার অবস্থান থেকে এসব হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালে দরিদ্র মানুষগুলোর মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারি। অন্যদিকে অন্তত বিবেকের কাছেও দায়মুক্ত হয়ে সান্তনাটুকু পাওয়া যায়।’

এসময় সমাজসেবক হায়দার আলী ম-ল, ভাদসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চৌধুরী, ভাদসা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু তৈয়ব ম-ল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান আফসার আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :