তামিমের কাছে ম্যাকেঞ্জির প্রত্যাশা

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ২০:২২

টি-টোয়েন্টি ফরম্যাটে তুলনামূলকভাবে দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবালের ধীরগতির ব্যাটিংয়ে পক্ষে-বিপক্ষে বেশ সমালোচনা হচ্ছে। বাংলাদেশের ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জিও কথা বলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যানকে নিয়ে। আশা করছেন ব্যাটিংয়ে তামিমের দায়িত্বশীলতা বাড়বে।

বেশ বিরতি দিয়েই জাতীয় দলের হয়ে মাঠে ফিরেছেন তামিম। বিরতি নেওয়ার আগের সময়টায় ছিলেন রান খড়ায়। ফেরার পরে রান পেয়েছেন ব্যাট তবে সমালোচিত হতে হয়েছে তার ধীরগতির ব্যাটিংয়ের কারণে। প্রথম দুই ম্যাচে ধীরগতিতে ব্যাটিং করলেও, এবার আত্মবিশ্বাস নিয়ে দ্রুত রান তোলা দেখতে চান তামিমের ব্যাট থেকে কোচ ম্যাকেঞ্জি।

নিরাপত্তাব্যবস্থার অজুহাতে পাকিস্তানে না যাওয়া ম্যাকেঞ্জি মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘তামিমকে রানে ফিরতে দেখে ভালো লাগছে। আশাকরি সে তার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। কিন্তু তার এখন আরও দ্রুত রান তোলা উচিত।’

বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিম ইকবাল। দলে তামিমের অবস্থান যে কতোটা গুরুত্বপূর্ণ সেটা সবাই জানে। তামিমের কাছে দায়িত্বপূর্ণ ইনিংস আশা করছেন এ্ই প্রোটিয়া কোচ। ম্যাকেঞ্জি বলেন, ‘সে অভিজ্ঞ ক্রিকেটার। কখন কী করতে হবে সেটা সে ভালো করেই জানে। সে ভালো অবস্থানে ফিরে আসছে, তবে আমরা তার কাছ থেকে আরেকটু ভয়ডরহীন ক্রিকেট দেখতে চাই।’

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :