মুক্তিযোদ্ধার ছেলে সোহেলের বাঁচার আকুতি

জাহাঙ্গীর হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল)
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ২১:৫২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের মুক্তিযোদ্ধা লাল মিয়ার ছেলে ফল ব্যবসায়ী সোহেল রানা (৩৭) এর দুইটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এতে তার পরিবারের সদস্যরা চরম দুশ্চিন্তায় পড়েছেন।

মুক্তিযোদ্ধা লাল মিয়া জানান, প্রায় এক বছর আগে সোহেল রানা হঠাৎ অসুস্থ হয়। পরে তাকে হাসপাতালে পরীক্ষা করানো হয়। এতে তার কিডনিতে সমস্যা ধরা পড়ে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সে ওষুধ খায়, কিন্তু সুস্থ না হওয়াতে ঢাকার পপুলার ডায়াগনেস্টিক সেন্টারে পরীক্ষা করলে তার দু’টি কিডনিই নষ্ট হয়েছে বলে জানতে পারে। চিকিৎসক তার একটি কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে প্রতি সপ্তাহে একবার ডায়ালাইসিস করাতে বলেছেন। কিডনি প্রতিস্থাপনে প্রায় ১০ লাখ টাকা দরকার। আর ডায়ালাইসিস করতে প্রতি সপ্তাহে প্রায় ৫ হাজার টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা দরিদ্র ওই মুক্তিযোদ্ধার পক্ষে সম্ভব নয়। এজন্য তিনি প্রধানমন্ত্রীসহ সমাজের হৃদয়বান ব্যক্তিবর্গের কাছে সাহায্যের আবেদন করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: হিসাব নম্বর ৬০১৭০২৬০০০৭৬৭, সোনালী ব্যাংক লিমিটেড, মির্জাপুর শাখা, টাঙ্গাইল। বিকাশ নম্বর: ০১৮১৮৬৪৮৮৬৩।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :