চেকপোস্টের সামনে কাভার্ডভ্যানের হেলপার খুন

প্রকাশ | ২৬ জানুয়ারি ২০২০, ২১:৫৭

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও উপজেলার আষাঢ়ীয়ার চর এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে খুনের ঘটনা ঘটছে। শনিবার রাতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে খুন হন কাভার্ডভ্যানের  হেলপার সাগর (৩০)।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ার চর এলাকায় পুলিশ চেকপোস্ট অতিক্রমকালে কাভার্ডভ্যানের চালক ও হেলপার প্রাকৃতির ডাকে সাড়া দিলে কাভার্ডভ্যান রাস্তার পাশে থামায়।

তারা দুজন কাভার্ডভ্যান থেকে নেমে এলে ছিনতাইকারীর দল তাদের আটকিয়ে প্রথমে হেলপার সাগরকে কয়েকটি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে তার ভুরির কিছু অংশ বেরিয়ে যায়। এসময় চালককেও ছুরিকাঘাত করে। তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে এলে ছিনতাইকারী দল পালিয়ে যায়। ঘটনাস্থলেই হেলপার মারা যান। আহত চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহত হেলপার সাগর ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ছবিরপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) শরীফুল ইসলাম জানান, ছিনতাইকারীদের ছুরিকাঘাতে সাগর নামে একজন নিহত হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে অভিযান চালাচ্ছে।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)