বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উদ্যোগে আতিকুলের গণসংযোগ

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২০, ২২:৫৩

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলামের সমর্থনে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে শনিবার বনানী সুপার মার্কেট এলাকায় নির্বাচনী গণসংযোগ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।

বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শহীদুল ইসলাম টিটুর সভাপতিত্বে এবং বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী মেয়র আতিকুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য গরিবের বন্ধু খ্যাত, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম-আহ্বায়ক সিনিয়র আবদুল বাসেত মজুমদার।

সভায় আরও ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, কিশোরগঞ্জ জেলা সমিতির আইন সম্পাদক আলাউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির সদস্য ওয়াকিল উদ্দিন, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি মাহামুদুল ইসলাম জিতু, সুমন মিয়া, আবু হানিফ সরকার, হাসিবুজ্জামান হাসিব, নুরে আলম সিদ্দিকী রিপন, আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জিত সাহা রনি, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, আকবর হোসেন লিমন, চৌধুরী তানভীর, সোহাকুল ইসলাম রনি, ত্রাণবিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন স্বপন, দফতর সম্পাদক জাকারিয়া হাবিব, উপদপ্তর সম্পাদক সম্পাদক আলী সরকার, উপ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক হাসান ইমাম মাসুম, সহসম্পাদক বাবলু মোল্যা, ইমাম হাসান ইমন, সোহাগ ভূঁইয়া এবং ঢাকা মহানগরসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

(ঢাকাটাইমস/২৬জানুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার ছবি প্রসঙ্গে যা বললেন মেজর হাফিজ

পৃথিবীতে কোনো দেশের গণতন্ত্র পারফেক্ট না: ওবায়দুল কাদের

সাকিবের বিএনএমে যোগ দেওয়ার বিষয়ে কিছু জানি না: ওবায়দুল কাদের

বিএনপির কেন্দ্রীয় তিন নেতার পদোন্নতি

দুর্নীতি ও ভোটাধিকার হরণ ছাড়া আ.লীগের আর কোনো অর্জন নেই : এবি পার্টি

‘দেশে ইসলামবিদ্বেষী অপতৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে’

ক্ষমতাসীনদের কেউ ভালো নেই: গয়েশ্বর

সিন্ডিকেটকে কোলে বসিয়ে বিরোধীদলের ওপর দায় চাপাচ্ছে সরকার: গণতন্ত্র মঞ্চ

ইফতার পার্টিতে আল্লাহ-রাসুলের নাম না নিয়ে আ.লীগের গিবত গায়: প্রধানমন্ত্রী

বাংলার মাটি থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার সাধ্য কারো নেই: ওবায়দুল কাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :