ভারতে থাকলে নোবেল পেতাম না: অভিজিৎ

প্রকাশ | ২৭ জানুয়ারি ২০২০, ১৩:০২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০, ১৩:৩৮

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস

ভারতে গণতন্ত্রের ভিত পোক্ত করতে আরও শক্তিশালী বিরোধীর প্রয়োজন রয়েছে বলে মনে করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অভিজিতের মতে, গণতন্ত্রে ভারসাম্য বজায় রাখতে সরকারেরও উচিত বিরোধী শক্তিকে মর্যাদা দেওয়া।  এসময় ভারতে থাকলে তিনি নোবেল পেতেন না বলেও মন্তব্য করেন অভিজিৎ। রবিবার এক সাহিত্য উৎসবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন। খবর আনন্দবাজারের।

অনুষ্ঠানে অভিজিৎকে প্রশ্ন করা হয়, ভারতে থাকলে তিনি নোবেল পুরস্কার পেতেন কি না? এমন প্রশ্নের উত্তরে ৫৮ বছরের অর্থনীতিবিদ বলেন, ‘সেটা সম্ভব হতো বলে মনে করি না’।

এ বিষয়ে ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ভারতে প্রতিভার অভাব নেই। কিন্তু কাঠামোগত সমস্যা আছে। এত বড় কাজ একা সম্ভব হয় না। পরিসর বাড়লে একসঙ্গে অনেকের সাহায্য পাওয়া যায়।’

তার নোবেল জয়ের কৃতিত্বের বেশির ভাগটাই দিয়েছেন তার মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠান এমআইটিকে। তিনি বলেন, ‘এখান থেকে প্রচুর উপকৃত হয়েছি। বিশ্বের সেরা পড়ুয়ারা গবেষণা করেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমার কাজের অনেকটা জুড়েই আসলে অন্য অনেকের অবদান রয়েছে।’

ভারতের অর্থনীতি নিয়ে তার উদ্বেগের কথাও এদিন খোলাখুলি বলেন অভিজিৎ। তার মতে, ভারতের অর্থনীতি সম্পর্কে সাধারণ মানুষের আস্থাটাই নড়বড়ে হয়ে গিয়েছে। গাড়ি বিক্রি না-হওয়া যার অন্যতম বড় লক্ষণ।  

তিনি বলেন, দেশের ব্যাঙ্কিং শিল্প তীব্র সঙ্কটে। কিন্তু তাকে চাঙ্গা করে তোলার জন্য ত্রাণ দেওয়ার মতো অবস্থায় নেই সরকার। শহর ও গ্রামীণ ক্ষেত্র যেহেতু পরস্পরের উপর নির্ভরশীল, তাই শ্লথ অর্থনীতি দেশে দারিদ্র্য কমানোর ক্ষেত্রেও বিরূপ প্রভাব ফেলছে।

অভিজিতের কথায়, ‘সরকার জানেই না তারা কোন দিকে চলেছে, কিসের মধ্যে ঢুকছে। কেন্দ্র যদি আরও লগ্নি চায় এবং আন্তর্জাতিক অর্থনীতিতে আরও সম্পৃক্ত হতে চায়, তাহলে আমজনতার কাছে তাদের সঠিক তথ্য-পরিসংখ্যান পৌঁছে দেওয়া জরুরি।’

এর আগে ভারতীয় অর্থনীতির দুরবস্থা নিয়ে মুখ খোলায় অভিজিৎকে ‘বাম ঘেঁষা’ বলে মন্তব্য করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। তার ব্যক্তিগত জীবন নিয়েও তীব্র কটাক্ষ করেছিলেন বিজেপি নেতা রাহুল সিংহ।

ঢাকা টাইমস/২৭জানুয়ারি/একে